ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ব্রিটেনে মানব ভ্রণের জিনগত পরিবর্তনের অনুমতি

প্রকাশিত: ০৭:২৯, ২ ফেব্রুয়ারি ২০১৬

ব্রিটেনে মানব ভ্রণের  জিনগত  পরিবর্তনের অনুমতি

জনকণ্ঠ ডেক্স ॥ অনেক বিতর্কের পর মানব ভ্রণের জীনগত পরিবর্তনের অনুমোদন দিয়েছে ব্রিটেন। বিজ্ঞানীরা বলছেন, ভ্রণের জীন কাঠামো ওলট পালট করে গর্ভপাত এবং বন্ধ্যত্বের কারণ বোঝা সম্ভব। এছাড়া, কোন কোন শিশু কেন জটিল রোগ নিয়ে জন্মায় সেটা বুঝতেও এই গবেষণা অত্যন্ত জরুরী। খবর বিবিসির। ভ্রণের জীন পরিবর্তন নিয়ে বিশ্বে এখনও তীব্র নৈতিক বিতর্ক রয়েছে। গতবছর প্রথমবারের মতো চীনের বিজ্ঞানীরা দাবি করেন তারা মানব ভ্রণের একটি জীন বদল করে জন্মগত রক্তের সমস্যা দূর করেছেন। এডিনবরা বিশ্ববিদ্যালয়ের ড. সারাহ চ্যান বলছেন, ভ্রণের জীন পরিবর্তনের সঙ্গে অত্যন্ত স্পর্শকাতর নৈতিকতার প্রশ্ন জড়িত। তিনি চান, নিরীক্ষা শুরুর আগে এই দিকটি যেন বিবেচনা করা হয়।
×