ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

প্রকাশিত: ০৪:১৩, ২ ফেব্রুয়ারি ২০১৬

 দিনাজপুরে হত্যা করে মোটর সাইকেল ছিনতাই

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ ঘোড়াঘাট উপজেলায় রবিবার রাতে এক যুবককে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। উপজেলার বুলাকিপুর ইউনিয়নের দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের রঘুনাথপুর দীঘিপাড়া পুলিশ বক্সের কাছে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম (৩৫) উপজেলার বুলাকিপুর ইউনিয়নের হরিপাড়া আদর্শ গ্রামের মৃত রহিম উদ্দিনের ছেলে। ঘোড়াঘাট থানার ওসি নুরুজ্জামান চৌধুরী জানান, রফিকুল ইসলাম রবিবার রাত ৯টার দিকে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে রানীগঞ্জ বাজারে যাচ্ছিলেন। পথে ছিনতাইকারীরা তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেল, মোবাইল ফোন ও টাকা নিয়ে গেছে। রূপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান ভাংচুর, শিক্ষক লাঞ্ছিত নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ১ ফেব্রুয়ারি ॥ রূপগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে পানি প্রবেশে বাধা দেয়াকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষ ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে লাঞ্ছিত করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার গোলাকান্দাইল এলাকার এবি ইন্টারন্যাশনাল স্কুলে এ ঘটনা ঘটে। স্কুলের প্রধান শিক্ষক জানান, গোলাকান্দাইল এলাকার মিন্নত আলী ও জিন্নত আলী নামে দুই ব্যক্তি একটি কৃষিজমিতে সেচ দেয়ার সময় এবি ইন্টারন্যাশনাল স্কুল মাঠে পানি প্রবেশ করে। পানি প্রবেশ করায় শিক্ষার্থীরা স্কুলে প্রবেশ করতে পারছে না। শিক্ষক পারভেজ পানি প্রবেশে বাধা প্রদান করেন। এ সময় মিন্নত আলী ও জিন্নত আলীর সঙ্গে শিক্ষক পারভেজের বাকবিত-া হয়। একপর্যায়ে মিন্নত আলী, জিন্নত আলী, বাদল, কাজলসহ ৭-৮ জন লাঠিসোটা নিয়ে ওই শিক্ষাপ্রতিষ্ঠানে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে ও নগদ ২৫ হাজার টাকা লুটে নেয়। এ সময় শিক্ষক পারভেজ প্রতিবাদ করায় তাকে মারধরসহ লাঞ্ছিত করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। উল্লাপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু স্টাফ রিপোর্টার, সিরাজগঞ্জ ॥ সোমবার বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দুর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশু ইয়ামিন হাসান (৫) ও তানিয়া খাতুন (৪) মারা গেছে। ইয়ামিন উপজেলার দুর্গানগর ইউনিয়নের দাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও তানিয়া খাতুন একই গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দুপুর দুইটার দিকে রফিকুল ইসলাম ও তার ভাই শহিদুল ইসলামের দুই শিশু সন্তান ইয়ামিন ও তানিয়া বাড়ির পাশে বড়ই কুড়াতে যায়। পুকুর পাড় থেকে বড়ই কুড়ানোর এক পর্যায়ে ওই দুই শিশু পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে তাদের না পেয়ে খোঁজ করার এক পর্যায়ে পুকুরে জাল ফেলা হয়। ওই জালে দুই শিশুর লাশ উঠে আসে।
×