ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

যে কোন দনি উদ্বোধন আধুনকি পট্রোপোল স্থলবন্দর

পট্রোপোল চকেপোস্ট দুই দশেরে বাণজ্যিে গতি আনবে

প্রকাশিত: ০৪:২৫, ৩১ জানুয়ারি ২০১৬

পট্রোপোল চকেপোস্ট দুই দশেরে বাণজ্যিে গতি আনবে

র্অথনতৈকি রপর্িোটার ॥ বাংলাদশে-ভারতরে বৃহত্তম স্থলবন্দর পট্রোপোলে প্রস্তাবতি সুসংহত চকেপোস্ট তরৈরি কাজ প্রায় শষে। খুব শীঘ্রই উদ্বোধন করতে আসতে পারনে প্রধানমন্ত্রী নরন্দ্রে মোদ।ি বন্দর সূত্ররে খবর, ফব্রেুয়ারি মাসরে প্রথম সপ্তাহইে যে কোন দনি ঘোষণা করা করা হতে পার।ে চকেপোস্টটি চালু হলে ভারত-বাংলাদশেরে মধ্যে বাণজ্যিরে উন্নতি হবে বলে আশা করা হচ্ছ।ে সইে সঙ্গে চকেপোস্টে নরিাপত্তাও বাড়বে বলে মনে করছে সব পক্ষ। খবর আনন্দবাজার পত্রকিার। বাংলাদশেরে সঙ্গে বছরে প্রায় ২০ হাজার কোটি টাকার বাণজ্যি চলে পট্রোপোল দয়ি।ে যদওি এত দনি র্পযন্ত ওই বন্দররে পরকিাঠামো উন্নতমানরে ছলি না। র্বতমানে পট্রোপোল বন্দর এলাকায় সন্ট্রোল ওয়্যারহাউস র্কপােরশেনরে যে ট্রাক র্টামনিাল রয়ছে,ে সখোনে মাত্র সাড়ে আট শ’র মতো পণ্যবাহী ট্রাক দাঁড়াতে পার,ে যা প্রয়োজনরে তুলনায় খুবই কম। তাছাড়া জায়গার অভাবে ‘নো ম্যানস ল্যান্ড’েই বাংলাদশে থকেে পণ্য নয়িে আসা বাংলাদশেী ট্রাক থকেে পণ্য ওঠানো নামানোর কাজ করতে হয়। ‘নো ম্যানস ল্যান্ড’ের মূল গটে দয়িে একই সঙ্গে পাসর্পোট নয়িে দু’দশেরে মধ্যে প্রায় হাজার পাঁচকে মানুষ যাতায়াত করনে। একই সঙ্গে মূল গটেে পাশরে অন্য একটি রাস্তা দয়িে পণ্য নয়িে রফতানরি জন্য ভারতরে ট্রাক বনোপোলে যায়। বনোপোল থকেে পণ্য নাময়িে খালি ট্রাক ওই এলাকা দয়িইে ফরিে আস।ে সব মলিয়িে একটা জটরে সৃষ্টি হয়। মাঝে মাঝে যানজট তরৈি হয় ট্রাক র্টামনিাল থকেে বরেয়িে পর পর ট্রাক বনোপোলরে দকিে যাওয়ার সময়।ে সাধারণ মানুষে বা বন্দর এলাকায় বভিন্নি সূত্রে আসা মানুষরে যাতায়াত করতে সমস্যায় পড়নে। এমনক,ি ট্রাকরে ধাক্কায় অতীতে মৃত্যুর ঘটনাও ঘটছে।ে ২০১১ সালরে ২৭ অগস্ট তৎকালীন কন্দ্রেীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চদিম্বরম পট্রোপোলে এসে ওই প্রকল্পরে শলিান্যাস করছেলিনে। উপস্থতি ছলিনে রাজ্যরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বাংলাদশেরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শলিান্যাসরে পরে চদিম্বরম জানয়িছেলিনে, সতরেো মাস পরে ওই প্রকল্পরে উদ্বোধন হব।ে ভারতরে ১১তম পঞ্চর্বাষকিী পরকিল্পনায় দশেরে ১৩টি আর্ন্তর্জাতকি স্থলবন্দরে সুসংহত চকেপোস্ট তরৈরি সদ্ধিান্ত নয়িছেলি কন্দ্রে। পট্রোপোল ছলি তার অন্যতম। শুল্ক দফতর সূত্রে জানানো হয়ছেলি, স্বরাষ্ট্র দফতররে অধীন কন্দ্রেরে ডপর্িাটমন্টে অব র্বডার ম্যানজেমন্টে প্রস্তাবতি চকেপোস্টটি তরৈি করব।ে প্রকল্প শষে করার সম্ভাব্য সময়সীমা ধরা হয়, ২০১৩ সালরে জানুয়ারি মাস। প্রকল্পরে খরচ প্রাথমকিভাবে ধরা হয়ছেলি, ১৭২ কোটি টাকা। সূত্ররে খবর, পট্রোপোলে যহেতেু নর্দিষ্টি সময়সীমা মনেে কাজ শষে করা যায়ন,ি তাই প্রকল্পরে খরচও বড়েে গছে।ে ৪২ হক্টের জমরি ওপরে চকেপোস্টটি তরৈি হয়ছে।ে সে জন্য কৃষকদরে কাছ থকেে ক্ষতপিূরণ দয়িে সরকারকে জমি কনিতে হয়ছে।ে এলাকার উন্নয়নে র্স্বাথে এলাকার মানুষ জমি দানও করছেলিনে। প্রকল্পরে জন্য কছিু জলাভূমওি ভরাট করতে হয়ছেলি। কন্তিু সময় এতটা বশেি লাগল, তার সদুত্তর নইে কোন পক্ষরে কাছ।ে তবে দু’দশেরে মধ্যে বাণজ্যিরে সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা সে সব নয়িে এখন ভাবতে নারাজ। তারা ছাইছনে আর সময় নষ্ট না করে দ্রুত উদ্বোধন করে চালু করে দয়ো হোক সুসংহত চকেপোস্টট।ি পট্রোপোল ক্লয়িারংি এজন্টে স্টাফ ওয়লেফয়োর এ্যাসোসয়িশেনরে সম্পাদক র্কাতকি চক্রর্বতী বলনে, ‘আমরা চাই দ্রুত নতুন চকেপোস্টটি চালু হোক। এর ফলে বন্দর এলাকায় থাকা ট্রাক র্টামনিাস যে মালপত্র চুরি হয়ে যাচ্ছ,ে তা ঠকোনো যাব।ে দু’দশেরে মধ্যে বাণজ্যিে আরও গতি আসব।ে’ বাংলাদশেরে ব্যবসায়ী মতয়িার রহমানও চাইছনে চকেপোস্ট দ্রুত চালু হোক। তার মত,ে পরকিাঠামো না বাড়ালে বাণজ্যিে গতি আসবে না। আর সটো সম্ভব, সুসংহত চকেপোস্ট চালু হলইে। বন্দর সূত্ররে খবর, র্বতমানে প্রতদিনি ভারত থকেে প্রায় চার শ’টি পণ্যবাহী ট্রাক বনোপোলে যায়। আর বনোপোল থকেে ১২০টরি মতো বাংলাদশেী ট্রাক পট্রোপোলে আস।ে সুসংহত চকেপোস্ট চালু হলে পণ্যবাহী ট্রাকরে যাতায়াতও দু’দশেরে মধ্যে বাড়বে বলে মনে করছনে ব্যবসায়ীরা। ফলে দু’দশেরে রাজস্ব আয়ও বড়েে যাব।ে র্বতমানে পট্রোপোল বন্দররে যে পরকিাঠামো রয়ছে,ে সখোনে বহু সমস্যা। পট্রোপোল সন্ট্রোল ওয়্যার হাউস র্কপােরশেনরে যে গুদাম রয়ছে,ে সখোন থকেে রাতরে অন্ধকারে পণ্যবাহী ট্রাক থকেে মালপত্র চুরি হয়ে যায়। নরিাপত্তা ব্যবস্থা উপযুক্ত নয়। দুষ্কৃতরা রাতরে অন্ধকারে এসে মালপত্র চুরি করে নয়িে গছে,ে এমন ঘটনাও ঘটছেে কয়কেবার। ট্রাক পরীক্ষার উপযুক্ত ব্যবস্থা নইে। কারণ পণ্যবোঝাই ট্রাকে এক শ’ শতাংশ তল্লাশি চালাতে গলেে যে পরকিাঠামো প্রয়োজন, তার অভাব আছ।ে পণ্যর্ভতি ট্রাকরে মধ্যে পাচাররে নানা উপকরণ চলে গলেওে তা বোঝার উপায় নইে। অতীতওে এমন ঘটনা ঘটছে।ে
×