ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তুরস্কের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে ২০ কুর্দি বিদ্রোহী নিহত

প্রকাশিত: ০৫:৩৪, ৩০ জানুয়ারি ২০১৬

তুরস্কের দক্ষিণাঞ্চলে সংঘর্ষে ২০ কুর্দি বিদ্রোহী নিহত

তুরস্কের দক্ষিণাঞ্চলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ২০ কুর্দি বিদ্রোহীকে হত্যা করেছে। একই এলাকায় বিদ্রোহীদের হামলায় তিন তুর্কী সেনা নিহত হয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে তুরস্কের কুর্দি অধ্যুষিত এলাকার সবচেয়ে বড় শহর দিয়ারবাকিরে জারি করা সান্ধ্য আইনের মেয়াদ আরও বাড়ানো হয়েছে। খবর ওয়েবসাইটের। দেশটির সামরিক বাহিনী বুধবার এসব কথা জানিয়েছে। প্রত্যক্ষদর্শী এক সাংবাদিক জানিয়েছেন, সান্ধ্য আইনের আওতায় থাকা দিয়ারবাকিরের সুর এলাকায় গুলিবর্ষণ ও বিস্ফোরণ শুরু হওয়ার পরপরই শিশু ও বয়স্ক ব্যক্তিসহ শত শত স্থানীয় বাসিন্দা এলাকা ছেড়ে পালিয়েছেন। পুলিশের হেলিকপ্টারগুলো সে সময় মাথার ওপর চক্কর দিচ্ছিল। সেনাবাহিনী জানিয়েছে, মঙ্গলবার সিরীয় সীমান্তের কাছে সিজের শহরে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) ১১ সদস্য এবং সুরে নয় সদস্য নিহত হয়েছে। গত মাসে দেশটির দক্ষিণাঞ্চলে নিরাপত্তা অভিযান শুরুর পর থেকে এদের নিয়ে এই দুটি শহরে এ পর্যন্ত প্রায় ৬শ’ পিকেকে সদস্য নিহত হলো। সুরে এলাকায় বিদ্রোহীদের হামলায় তিন সেনা সদস্য নিহত হওয়ার খবরও জানিয়েছে সেনাবাহিনী। বিদ্রোহীরা নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে চালানো হামলায় রাইফেল থেকে গুলিবর্ষণ ও রকেট লাঞ্চার ব্যবহার করেছে বলে জানিয়েছে নিরাপত্তা সূত্রগুলো।
×