ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বড় বড় প্রকল্পের জন্য টাকার প্রয়োজন ॥ মুহিত

প্রকাশিত: ০৭:২৪, ২৭ জানুয়ারি ২০১৬

বড় বড় প্রকল্পের জন্য টাকার প্রয়োজন ॥ মুহিত

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে চলমান বড় বড় প্রকল্পের জন্য টাকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে উন্নয়নশীল দেশের মতো দুষ্ট ‘স্টুপিডলি’ ঋণ নিয়ে কোন সঙ্কটে পড়তে চান না বলেও জানান তিনি। মঙ্গলবার সচিবালয়ে আইএমএফের নতুন নির্বাহী পরিচালক সুবীর গোকনের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের বলেন, দেশে এখন বড় বড় যে প্রকল্প হচ্ছে, সেগুলোর জন্য টাকা দরকার। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর পাশাপাশি গভীর সমুদ্রবন্দর, পরমাণু বিদ্যুত কেন্দ্র, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্প নিয়ে কাজ করছে বর্তমান সরকার। এসব প্রকল্পের জন্য তহবিল কিভাবে জোগাড় হবে- জানতে অর্থমন্ত্রী বলেন, গ্লোবালি টাকা পয়সা অনেক আছে এখন। বাট দ্য পয়েন্ট ইজ, হোয়ার ফ্রম উই শুড টেক ইট এ্যান্ড ফ্রম হোম?
×