ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চার্চিলের প্রিয় খেলা এখন এ্যাপে

প্রকাশিত: ০৫:৩৬, ২৭ জানুয়ারি ২০১৬

চার্চিলের প্রিয় খেলা এখন এ্যাপে

কার্ড গেমের মধ্যে এটি সবচেয়ে কঠিন খেলা। খুব মেধাবী একজন খেলোয়াড়কেও একবার জেতার জন্য এটি চারবার খেলতে হয়। খেলাটি ছিল সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের প্রিয় খেলা। এই খেলাটি এখন মোবাইলে খেলার উপযোগী করে এ্যাপ তৈরি করা হয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে প্রতিপক্ষের বিরুদ্ধে রণকৌশল স্থির করতে উইনস্টন সলিটিয়ার নামের গেমটি খেলতেন। ‘যে কোন মূল্যে জিততে হবে’ এই তত্ত্বের জন্য বিখ্যাত ছিলেন যুদ্ধ চলাকালীন সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি অবশ্য সলিটিয়ার গেমটি খেলতেন তার নিজস্ব ধারায়। সমরবিদরা পুরনো এই কার্ড খেলার প্রতি আগ্রহ দেখানোর পর মোবাইল ও ট্যাব ব্যবহারকারীদের জন্য নতুন আঙ্গিকে গেমটি তৈরি করা হয়েছে। প্রচলিত খেলাটিতে দুই বাক্স কার্ড লাগে। নতুন এ্যাপটির সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ডোনাল্ড রামসফেল্ডের নামে রামসফেল্ড এ্যাপ নামকরণ করা হয়েছে। বিতর্কিত ইরাক যুদ্ধের তিনি এক গুরুত্বপূর্ণ ব্যক্তি। জিততে হলে সামনে এগিয়ে যেতে হবে, এ্যাপটি উদ্ভাবনে রামসফেল্ডের এই রাজনৈতিক চিন্তাধারা প্রয়োগ করা হয়েছে। বেলজিয়ামের কূটনীতিক আদ্রে দ্য স্টার্ক তিনি ওই ধারণাটি পেয়েছেন বলে রামসফেল্ড জানিয়েছেন। স্টার্ক ছিলেন চার্চিলের শিষ্য। রামসফেল্ড ১৯৭০-এর দশকে স্টার্কের কাছ থেকে গেমটি শিখেছিলেন। -টেলিগ্রাফ
×