ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ম্যানইউর হার, ম্যানসিটির ড্র

প্রকাশিত: ০৫:৫৭, ২৫ জানুয়ারি ২০১৬

ম্যানইউর হার, ম্যানসিটির ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ নির্লজ্জ ব্যর্থতা অব্যাহত রেখেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে আবারও হারের তেতো স্বাদ পেয়েছে আসরের সর্বোচ্চ সাফল্যের দলটি। শনিবার রাতে ঘরের মাঠ ওল্ডট্রাফোর্ডে ম্যানইউ ১-০ গোলে হেরেছে অতিথি সাউদাম্পটনের কাছে। উত্থান-পতনের মধ্যেই আছে ম্যানচেস্টার সিটি। এ্যাওয়ে ম্যাচে ম্যানসিটি ২-২ গোলে ড্র করেছে ওয়েস্টহ্যাম ইউনাইটেডের সঙ্গে। তবে চমক অব্যাহত রেখেছে লিচেস্টার সিটি। স্টোক সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে ফের পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে দলটি। বর্তমানে ২৩ ম্যাচ শেষে ৪৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে লিচেস্টার। সমানসংখ্যক ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ম্যানচেস্টার সিটি। তৃতীয় স্থানে থাকা আর্সেনালের সংগ্রহ ৪৪ পয়েন্ট। তবে গানার্সরা খেলেছে ২২ ম্যাচ। রবিবার রাতে লীগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসিকে হারাতে পারলে অবশ্য আবারও শীর্ষস্থান দখল করতে পারবে আর্সেনাল। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড আছে পঞ্চম স্থানে। ওল্ডট্রাফোর্ডে ম্যানইউ-সাউদাম্পটন ম্যাচের প্রায় পুরো সময়ই অতিবাহিত হয় গোলশূন্য সমতা নিয়ে। কিন্তু ৮৭ মিনিটে স্বাগতিকদের হতাশায় ডোবান সাউদাম্পটনের ইংলিশ ফরোয়ার্ড চার্লি অস্টিন। এবারের ইপিএলের আসরে লুইস ভ্যান গালের দলের এটা ষষ্ঠ হার। ম্যাচ শেষে হতাশা ব্যক্ত করেন ম্যানইউ কোচ লুইস ভ্যান গাল। তিনি বলেন, এটা নিঃসন্দেহে হতাশার। অত্যন্ত খারাপ একট ম্যাচ খেলেছি আমরা। ভ্যান গাল এক প্রশ্নের জবাবে বলেন, অবশ্যই আমি বিরক্ত। ইতোমধ্যে আমরা অনেক পিছিয়ে পড়েছি। এই হার আমাদের আরও পেছনে ফেলে দিল। স্টোক সিটির বিরুদ্ধে ঘরের মাঠে ৪২ মিনিটে ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েল ড্রিঙ্কওয়াটারের গোলে এগিয়ে যায় লিচেস্টার। বিরতির পর ৬৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দারুণ ফর্মে থাকা জেমি ভার্ডি। ইপিএলের এবারের আসরে ভার্ডির এটা ১৬ নম্বর গোল। লীগের গোলদাতাদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন ইংল্যান্ডের এ স্ট্রাইকার। ম্যাচের ৮৭ মিনিটে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনার্দোর গোলে লিচেস্টারের বড় জয় নিশ্চিত হয়। আরেক ম্যাচে প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ম্যানইউর নগর প্রতিদ্বন্দ্বী ম্যানসিটিও পড়েছিল হারের আশঙ্কায়। ৮০ মিনিট পর্যন্ত ২-১ গোলে পিছিয়ে থাকার পর ৮১ মিনিটে সমতাসূচক গোল করে ম্যানসিটির মান বাঁচান আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও এ্যাগুয়েরো। এর আগে ম্যাচের ৯ মিনিটে দলের পক্ষে প্রথম গোলটিও করেছিলেন এই আর্জেন্টাইন তারকা। ম্যাচের ১ ও ৫৬ মিনিটে ওয়েস্টহ্যামের পক্ষে দুটি গোল করেছিলেন ইনার ভ্যালেন্সিয়া। এই ম্যাচেও সিটিকে রক্ষা করেন এ্যাগুয়েরো। তাই তো আরেকবার প্রশ্ন উঠেছে তাহলে কি আর্জেন্টাইন এ তারকার ওপর নির্ভরশীল সিটি। বিষয়টি অবশ্য উড়িয়ে দিয়েছেন সিটি কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি। তিনি বলেন, আমাদের দল মোটেও এ্যাগুয়েরো নির্ভর নয়। তবে সে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। পেলেগ্রিনি বলেন, এ্যাগুয়েরোর ইনজুরি আমাদের অনেক সমস্যায় ফেলেছিল। তার শতভাগ সুস্থ থাকাটা আমাদের জন্য জরুরী। তার কাছ থেকে আমরা আরও ভাল পারফর্মেন্স আশা করি। এর চেয়েও বেশি দিতে পারে সে। তিনি আরও বলেন, আমি জানি না এই মুহুর্তটা তার জীবনের সেরা কিনা। আমরা ধারণা এই মুহূর্তে তার চিন্তা শুধুই শতভাগ ফিট হওয়া। আমি বিশ্বাস করি এটাই তার আসল চ্যালেঞ্জ। কারণ সে শীর্ষ একজন ফুটবলার। দু’দুটি গোল হজম করা প্রসঙ্গে পেলেগ্রিনি বলেন, আমাদের ফুটবলাররা খুব বেশি সচেতন ছিল না। বিশেষ করে দ্বিতীয় গোলটি খাওয়া ঠিক হয়নি। অসচেতনার কারণেই এটি হয়েছে। তবে আমাদের বিশ্বাস, আমরা ভালমতোই শিরোপা রেসে আছি। পরের ম্যাচগুলোতে ভুলত্রুটি শোধরাতে হবে।
×