ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্যাম্পাস সংবাদ

প্রকাশিত: ০৬:৪১, ২৪ জানুয়ারি ২০১৬

ক্যাম্পাস সংবাদ

শিক্ষকতায় দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণ প্রদান গ্লোবাল ভিশন ইন্টারন্যাশনাল (দক্ষিণ কোরিয়া) এবং কঙওঈঅ এর যৌথ আয়োজনে নতুন অনভিজ্ঞ শিক্ষকদের ১ মাসব্যাপী ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। ট্রেনিং প্রোগ্রামটির শিরোনাম- ‘বাংলাদেশের তরুণদের শিক্ষকতায় দক্ষতা বৃদ্ধির মাধ্যমে শিক্ষার পরিবেশ উন্নয়ন প্রকল্প।’ একটি প্রকল্পের অধীনে এ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। প্রকল্পের মেয়াদ ৬ মাস। এর মধ্যে এক মাস আবাসিকভাবে শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া হয়। বাকি ৫ মাস প্রশিক্ষণপ্রাপ্তরা নিজ নিজ স্কুলে বিষয়গুলো বাস্তবে প্রয়োগ করবে। আয়োজন প্রতিষ্ঠান গ্লোবাল ভিশন ইন্টারন্যাশনাল বিভিন্ন এলাকা জরিপ করে ৫টি স্কুল থেকে ২ জন করে মোট ১০ জন শিক্ষক-শিক্ষিকাকে ১ম মেয়াদের প্রশিক্ষণ প্রদান করেছে। যাদের মধ্যে ছিলেন উত্তরা ও সাভার থানার ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা এবং নেত্রকোনা জেলার ২টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। যারা প্রশিক্ষণ নিতে এসেছিল তাদের ছয় মাসের ভাতার ব্যবস্থা করা হয়। স্বনামধন্য দেশী-বিদেশী শিক্ষকরা উক্ত প্রশিক্ষণ প্রদান করেন। স্টামফোর্ডে ইন্টারভিউ স্কিল শীর্ষক সেমিনার সম্প্রতি স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ এবং কনসাস কনসালটেন্সি যৌথ আয়োজনে স্টামফোর্ডের শিক্ষার্থীদের জন্য একটি সেমিনারের আয়োজন করা হয়। ওহঃবৎারবি ঝশরষষ: টংরহম ংরসঢ়ষব রফবধ ঃযধঃ ুড়ঁ হবাবৎ ড়িঁষফ’াব ঃযড়ঁমযঃ ড়ভ... শীর্ষক সেমিনার ধানম-ি ও সিদ্ধেশ্বরী দুই ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ধানম-ি ক্যাম্পাসে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সামিউল ওয়াসেক এবং ডন সামদানি। সিদ্ধেশ্বরী ক্যাম্পাসে প্রধান বক্তা ছিলেন মোঃ ইব্রাহীম মিয়া এবং মুহাম্মদ আল মামুন। তারা ইন্টারভিউতে সঠিকভাবে নিজেকে উপস্থাপনের কৌশল এবং চাকরিদাতা প্রার্থীর কাছ থেকে কি ধরনের আচরণ পছন্দ করেন সে বিষয়ে বিশদ ব্যখ্যা দেন। সেমিনার শেষে কনসাস কনসালটেন্সি এবং স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ ভবিষ্যতে কোলাবোরেশনের মাধ্যমে প্রফেশনাল ট্রেনিং এবং কেরিয়ার ডেভেলপমেন্ট বিষয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গ্রীন রোড ক্যাম্পাসে ড. এমআই পাটোয়ারী অডিটোরিয়ামে সম্প্রতি নবীনবরণ-২০১৬ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কে এম মহসীন। ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ডা. মুহাম্মদ শহীদুল কাদির পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মইনুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কুদ্দুস, কলা ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শওকত আরা হোসেন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এটিএম মাহবুবুর রহমান, রিসার্চ ও পাবলিকেশন সেলের পরিচালক অধ্যাপক ড. সানা উল্লাহ, বিবিএ অনুষদের চেয়ারম্যান অধ্যাপক ড. মিজানুর রহমান, ইইটিই বিভাগের চেয়ারম্যান ড. মোঃ আব্দুল বাসেদ, আইন অনুষদের চেয়ারম্যান মিলি সুলতানা, ইংরেজী বিভাগের চেয়ারম্যান মিলি রহমান, ফার্মেসী বিভাগের চেয়ারম্যান মোঃ আকবর আলী ও রেজিস্ট্রার অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সকল বিভাগের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন অতিরিক্ত রেজিস্ট্রার ড. শাহআলম চৌধুরী। শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ক্যাম্পাস প্রতিবেদক
×