ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাকিস্তানে স্কুলগুলোতে আরও হামলার হুমকি তালেবানের

প্রকাশিত: ০৬:৪৪, ২৩ জানুয়ারি ২০১৬

পাকিস্তানে স্কুলগুলোতে  আরও হামলার হুমকি তালেবানের

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চলতি সপ্তাহে একটি বিশ্ববিদ্যালয়ে হত্যাযজ্ঞের জন্য দায়ী তালেবানের একটি উপদল সারা দেশের স্কুলগুলোকে লক্ষ্যবস্তু করা হবে বলে ঘোষণা করেছে। শুক্রবার এক নতুন ভিডিও বার্তায় তারা বলেছে, এসব স্কুল আল্লাহর আইন চ্যালেঞ্জকারী লোক তৈরি করছে। এই ভিডিও ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়েছে। তবে তা তেহরিক-ই-তালেবান পাকিস্তানীর (টিটিপি) আনুষ্ঠানিক মিডিয়া এ্যাকাউন্টে প্রকাশ করা হয়নি। ভিডিওতে খলিফা ওমর মনসুরের ছবি রয়েছে। তার নেতৃত্বাধীন অংশটি গত বুধবার বাচা খান বিশ্ববিদ্যালয়ে হামলার দায়িত্ব স্বীকার করেছে। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে চরসাদ্দা এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ে ভারি অস্ত্রসজ্জিত বন্দুকধারীরা ঢুকে পড়ে গুলি চালায়। -ওয়েবসাইট
×