ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

পরবর্তী আইনস্টাইন...

প্রকাশিত: ০৫:৩৭, ২২ জানুয়ারি ২০১৬

পরবর্তী আইনস্টাইন...

সর্বকালের সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। পদার্থ বিজ্ঞানে আপেক্ষিকতাবাদ সূত্র আবিষ্কারের জন্য বিখ্যাত হয়ে আছেন। কিন্তু ২২ বছর বয়সী কোন মেয়ের পদার্থ বিজ্ঞানে কঠিন সব প্রশ্নের উত্তর দিয়ে মেধায় আইনস্টানের কাতারে চলে আসার খবর আশাব্যঞ্জক নয় কি? হ্যাঁ, কিউবান বংশোদ্ভূত সাবরিনা গঞ্জালেস পাস্তরেস্কি ঠিক তাই করে দেখিয়েছেন। এ জন্য তাকে পরবর্তী আইনস্টাইন ভাবা হচ্ছে। তবে সাবরিনার মেধার স্বাক্ষরের খবর নতুন নয়। মাত্র ১৪ বছর বয়সে এক ইঞ্জিন বিশিষ্ট বিমান আবিষ্কার করে চারদিকে হৈ চৈ ফেলে দেন। পরে পা রাখেন এমআইটিতে। সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষে পিএইচডির জন্য ভর্তি হন হাভার্ডে। মাত্র ২২ বছর বয়সে শেষ করেন পিএইচডি। এখানে পদার্থ বিজ্ঞানের জটিল সব প্রশ্নের উত্তর দেন নিমিষে। তার প্রত্যুৎপন্নমতিতে বিস্মিত উপস্থিতরা। আরও খবর হলো, লেখাপড়া শেষ হতে না হতেই সাবরিনা পেতে থাকেন বিশ্বের বাঘাবাঘা সব প্রতিষ্ঠান থেকে চাকরির প্রস্তাব। প্রথম প্রস্তাব আসে জেফ বেসোজ থেকে। এ্যামাজন ডটকমের প্রতিষ্ঠাতা তাকে এই প্রস্তাব দেন। পরের প্রস্তাবটি আসে ব্লু অরিজিন থেকে। প্রতিষ্ঠানটি স্যাটেলাইটের ডিজাইন এবং বিপণন নিয়ে কাজ করে। তাকে পেতে আবার মরিয়া চেষ্টা চালাচ্ছে নাসা। মেধায় উজ্জ্বল স্বাক্ষর রাখলেও বর্তমান যুগের অপর ছেলে-মেয়ের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রতি আগ্রহী নয় শিকাগোতে জন্ম নেয়া সাবরিনা। তার স্মার্টফোন নেই। কোনও ফেসবুক আইডিও নেই মেয়েটির। নেই কোন লিঙ্কডইন এবং ইনস্টাগ্রাম এ্যাকাউন্টও। তবে সাবরিনা গঞ্জালেসের একটি নিজস্ব ওয়েবসাইট রয়েছে। এটি নিয়মিত হালনাগাদ করেন তিনি। ডেইলি মেইল অবলম্বনে
×