ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জঙ্গলে ফেরারি জীবন

প্রকাশিত: ০৫:৩৪, ২১ জানুয়ারি ২০১৬

জঙ্গলে ফেরারি জীবন

বিশ্বের অন্যতম প্রাচীন বামপন্থী বিদ্রোহী গ্রুপ ফার্ক। লাতিন আমেরিকার কয়েকটি দেশের সরকারের বিরুদ্ধে গ্রুপটি বছরের পর বছর গেরিলা যুদ্ধ চালিয়েছে। দীর্ঘদিন পালিয়ে থাকতে থাকতে জঙ্গলই হয়ে উঠেছিল এদের নিজস্ব নিবাস। জঙ্গলে থাকা খাওয়া থেকে শুরু করে নারী ও পুরুষের পারস্পরিক প্রেমে পড়া সবই ঘটেছে সেখানে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোসের সঙ্গে ঐতিহাসিক অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষরের পর বিদ্রোহী গ্রুপটি স্বাভাবিক জীবনে ফিরতে শুরু করেছে। আগামী মার্চে সরকারের সঙ্গে তাদের একটি পূর্ণাঙ্গ শান্তিচুক্তি হওয়ার কথা রয়েছে। এসব সত্ত্বেও গ্রুপটির অনেক সশস্ত্র সদস্য এখন জঙ্গলের জীবনের মায়া কাটাতে পারছে না। জঙ্গলের মধ্যে তারা একটি স্বয়ংসম্পূর্ণ জীবন কাটাচ্ছে। তাই স্বাভাবিক নগরে ফেরার গরজ অনুভব করছে না তারা। -ডেইলি মেইল
×