ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

বিদ্যুত সাশ্রয়ী পণ্য উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই ॥ সেমিনারে মন্তব্য

প্রকাশিত: ০৪:২৩, ২১ জানুয়ারি ২০১৬

বিদ্যুত সাশ্রয়ী পণ্য উৎপাদন ও ব্যবহারের বিকল্প নেই ॥ সেমিনারে মন্তব্য

বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) উদ্যোগে বুধবার বিদ্যুত সাশ্রয়ী পণ্য উৎপাদন, বাজারজাতকরণ এবং বিক্রয় বিষয়ক গণসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়। রাজধানীর তেজগাঁওয়ে বিএসটিআই-এর প্রধান কার্যালয়ে আয়োজিত উক্ত সেমিনারে বিএসটিআই-এর পরিচালক মোঃ আবদুল মতিন সভাপতিত্ব করেন। এতে বক্তব্য রাখেন এজি ফ্যান লিমিটেডের নির্বাহী পরিচালক মোঃ বেলাল উদ্দিন, বাংলাদেশ ল্যাম্পস লিমিটেডের সানোয়ার হোসেন, বিএসটিআই-এর উপ-পরিচালক মোঃ সেলিম রেজা ও সংশ্লিষ্ট প্রকল্প পরিচালক বিলকিস বেগম। এছাড়া অনুষ্ঠানে এইচআরসি লাইটস, বিআরবি ক্যাবলস, ট্রান্সকম ইলেকট্রনিক্স, যমুনা ইলেকট্রনিক্স, ওয়ালটন, এনার্জিপ্যাক, সুপার স্টার, পান্না ইলেকট্রনিক্স ও চায়না বাংলাদেশ ইলেট্রনিক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিএসটিআই-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেমিনারে বক্তারা বলেন, বিদ্যুত সাশ্রয়ী পণ্য উৎপাদন এবং ব্যবহারের বিকল্প নেই। বিদ্যুত পরিস্থিতির বর্তমান সময়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিদ্যুত উৎপাদন ও চাহিদার মধ্যে যে ঘাটতি রয়েছে তা বিদ্যুত সাশ্রয়ী পণ্য ব্যবহারের মাধ্যমে অনেকটা কমিয়ে আনা সম্ভব। তাছাড়া পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকারক গ্রীন হাউজ গ্যাস নির্গমন কমানোর ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ী পণ্য ব্যবহারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। -বিজ্ঞপ্তি পিডিবির নয়া চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ প্রকৌশলী মোঃ শামসুল হাসান মিয়া মঙ্গলবার বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) ৩৩ তম চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। বর্তমান পদে যোগদানের পূর্বে তিনি সদস্য কোম্পানি এ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মোঃ শামসুল হাসান মিয়া ১৯৫৭ সালের ১৭ আগস্ট নরসিংদী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮০ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্রকৌশল বিভাগে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রী অর্জন শেষে একই বছর ১০ জুলাই সহকারী প্রকৌশলী হিসেবে বিদ্যুত উন্নয়ন বোর্ডের নক্সা ও পরিদর্শন-১ পরিদফতরে যোগদান করেন। পরবর্তীতে উপবিভাগীয় প্রকৌশলী নক্সা ও পরিদর্শন-২, নির্বাহী প্রকৌশলী মহাব্যবস্থাপক বাণিজ্যিক পরিচালন দফতর ও আইপিপি সেল-১, পরিচালক (তত্ত্বাবধায়ক প্রকৌশলী) আইপিপি সেল-১ এবং প্রধান প্রকৌশলী প্রাইভেট জেনারেশন হিসেবে দায়িত্ব পালন করেন। -বিজ্ঞপ্তি
×