ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ক্যান্সাররোধক ওষুধ উৎপাদনে প্লান্ট স্থাপন করবে এ্যাক্টিভ ফাইন

প্রকাশিত: ০৩:৪৯, ২১ জানুয়ারি ২০১৬

ক্যান্সাররোধক ওষুধ উৎপাদনে প্লান্ট স্থাপন করবে এ্যাক্টিভ ফাইন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ক্যান্সাররোধক ওষুধ উৎপাদনে ফরমুলেশন্স প্লান্ট স্থাপন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ্যাক্টিভ ফাইন কেমিক্যালস। এছাড়া কোম্পানিটি সেফালোসপরিন এন্টিবায়োটিক ও তৎসম্পর্কিত কেমিক্যাল উৎপাদন করবে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ৯০ কোটি টাকা ব্যয়ে খুলনার বটিয়াঘাটার কৈয়া বাজার উত্তর শৈলমারিতে ক্যান্সাররোধক ফরমুলেশন্স প্লান্ট স্থাপন করা হবে। কোম্পানির নিজস্ব তহবিল এবং ব্যাংক লোনের মাধ্যমে এ প্লান্ট স্থাপন করা হবে। প্লান্ট স্থাপনের ফলে কোম্পানির বার্ষিক টার্নওভার ৬ কোটি টাকা থেকে বেড়ে ৮ কোটি টাকায় উন্নীত হবে। এদিকে প্লান্ট স্থাপন ও ওষুধ উৎপাদনের খবরে কোম্পানির শেয়ারের দর বাড়ছে। বুধবার দিনশেষে কোম্পানির শেয়ারের দর ১ দশমিক ৫০ টাকা বেড়ে দাঁড়ায় শতাংশ বেড়ে ৫৮ টাকায়। মঙ্গলবারে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দর ছিল ৫৬ দশমিক ৬০ টাকা। গত এক বছরে কোম্পানিটির প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল ৭২ টাকা। সর্বনিম্ন মূল্য ছিল ৫৪ টাক নবেম্বর মাসে। ২০১০ সালে কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির মোট পরিশোধিত মূলধন ১২৩ কোটি ৪০ হাজার টাকা। কোম্পানিটির মাত্র ১২ দশমি ১২ শতাংশ শেয়ার উদ্যোক্তা পরিচালকদের কাছে, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৫ দশমিক ৮৭ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬২ দশমিক ১১ শতাংশ শেয়ার রয়েছে।
×