ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতার ও কুয়েতী রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

প্রকাশিত: ০৭:৩৩, ২০ জানুয়ারি ২০১৬

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কাতার ও কুয়েতী রাষ্ট্রদূতের পৃথক বৈঠক

কূটনৈতিক রিপোর্টার ॥ বাংলাদেশে জ্বালানি, পোশাক শিল্প, কৃষি, প্রযুক্তি ইত্যাদি খাতে বিনিয়োগ বাড়াতে চায় কাতার ও কুয়েত। অপরদিকে বাংলাদেশ থেকে আরও জনশক্তি নেয়ার জন্য দেশ দুটির প্রতি আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে কাতার ও কুয়েতের রাষ্ট্রদূতের পৃথক বৈঠকে এই আহ্বান জানানো হয়। ঢাকায় নব নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মাদ নাসের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন। এদিকে কুয়েতের নবনিযুক্ত রাষ্ট্রদূত আদেল মোহাম্মাদ হায়াত একইদিনে পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কুয়েতের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। কুয়েতের রাষ্ট্রদূতকে পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশে অনেক দক্ষ পেশাজীবী রয়েছে। বিশেষ করে তথ্য প্রযুক্তি, প্রকৌশল, ব্যবস্থাপনা, ব্যাংকিং ইত্যাদি খাতে দক্ষ জনশক্তি রয়েছে। বাংলাদেশ থেকে কুয়েত সরকার এসব পেশায় লোক নিতে পারে।
×