ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা চাইলেন টিউলিপ

প্রকাশিত: ০৫:৫৩, ২০ জানুয়ারি ২০১৬

ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশে  নিষেধাজ্ঞা চাইলেন  টিউলিপ

মুসলিমবিদ্বেষী মন্তব্য করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাজ্যে প্রবেশে নিষেধাজ্ঞা চেয়েছেন লেবার পার্টির বাংলাদেশী বংশোদ্ভূত এমপি টিউলিপ সিদ্দিক। ‘লন্ডনের মুসলিম অধ্যুষিত কিছু এলাকায় একেবারেই যাওয়া যায় না’- ট্রাম্পের এমন মন্তব্যে রবিবার পার্লামেন্টে ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরনের দৃষ্টি আকর্ষণ করে বক্তব্য দেন টিউলিপ। তবে তার প্রস্তাবে সমর্থন না জানিয়ে ক্যামেরন ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে যুক্তরাজ্যের সব দল ও মতের ঐক্যের প্রতি জোর দিয়েছেন। খবর বিবিসির। মার্কিন এই ধনকুবেরের যুক্তরাজ্যে প্রবেশে ‘নিষেধাজ্ঞা আরোপ করা যায় কি না’ তা জানতে চেয়ে প্রধানমন্ত্রীকে টিউলিপ বলেন, জনস্বার্থে ক্ষতিকর এমন ব্যক্তিদের প্রবেশে নিষেধাজ্ঞা জারির বিধান রয়েছে আমাদের। তা সবার জন্য সমান হোক, এমনটা নিশ্চয় প্রধানমন্ত্রীও চাইবেন। নাকি কোটিপতিদের ক্ষেত্রে এর ব্যতিক্রম হবে? নিজের সংসদীয় আসনে ইহুদিদের সাতটি উপাসনালয়, চারটি মসজিদ, দুটি মন্দির ও ৩৫টির বেশি গির্জা রয়েছে বলে জানান টিউলিপ। মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ার দাবি তুলে ট্রাম্প যে ‘উগ্রবাদী আচরণ’ করেছেন, সেজন্য তার ক্ষেত্রেও যুক্তরাজ্যের আইন প্রয়োগের দাবি জানান তিনি। গত মে মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে হ্যাম্পস্টেড এ্যান্ড কিলবার্ন আসন থেকে জয়ী হয়েছেন টিউলিপ। গত ২ ডিসেম্বর ক্যালিফোর্নিয়ার সান বারনারডিনো শহরের একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে এক মুসলিম দম্পতি গুলি চালিয়ে ১৪ জনকে হত্যার পর মুসলিমদের যুক্তরাষ্ট্রে নিষিদ্ধ করার দাবি তোলেন ট্রাম্প।
×