ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

জাতীয় টোল ফ্রি হেল্পলাইন ১০৯২১ অন্তর্ভুক্তের সুপারিশ

প্রকাশিত: ০৫:৩৮, ২০ জানুয়ারি ২০১৬

জাতীয় টোল ফ্রি হেল্পলাইন ১০৯২১ অন্তর্ভুক্তের সুপারিশ

সংসদ রিপোর্টার ॥ নারী নির্যাতনকে পারিবারিক ও ঘরোয়া বিষয় উল্লেখ করে চুপ করে থাকেন বেশিরভাগ মানুষ। সমাজে সম্মানহানির ভয়ে মুখ খুলতে চান না নির্যাতনের শিকার নারী ও তার পরিবারের সদস্যরা। এ অবস্থা থেকে নারীদের পাশাপাশি সমমনা পুরুষদেরও সচেতন করতে সরকার বেশ আগেই চালু করেছে হেল্পলাইন। তবে হেল্পলাইনের বিষয়ে প্রচার বাড়ানোসহ ভবিষ্যত প্রজন্মকে সচেতন করতে পাঠ্যপুস্তকে ‘জাতীয় টোল ফ্রি হেল্পলাইন ১০৯২১’ অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার ওপর জোর দিয়েছে কমিটি। মঙ্গলবার জাতীয় সংসদে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রেবেকা মমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটি সদস্য মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, মোছাঃ মাহবুব আরা বেগম গিনি, নাসরিন জাহান রতœা, মনোয়ারা বেগম ও রিফাত আমিন। বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগমসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
×