ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

২০১৭ সালের বিশ্ব এজতেমা ১৩ জানুয়ারি

প্রকাশিত: ০৪:২৮, ১৯ জানুয়ারি ২০১৬

২০১৭ সালের বিশ্ব এজতেমা ১৩ জানুয়ারি

নিজস্ব সংবাদদাতা, গাজীপুর ও টঙ্গী, ১৮ জানুয়ারি ॥ ২০১৭ সালের বিশ্ব এজতেমা অনুষ্ঠিত হবে জানুয়ারি মাসে। তবলীগের শীর্ষ মুরব্বিদের নতুন সিদ্ধান্তের ফলে এ বছরের (২০১৬) বিশ্ব এজতেমায় দেশের যে ৩২টি জেলা বাদ পড়েছে আগামী বছর অনুষ্ঠিতব্য বিশ্ব এজতেমার দুই পর্বে ওই ৩২ জেলার মুসল্লিগণ অংশ (জামাতবদ্ধ তবলীগ সদস্যরা) নেবেন। আগামী বছরের বিশ্ব এজতেমার প্রথম পর্ব হবে ১৩, ১৪ ও ১৫ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব হবে ২০, ২১ ও ২২ জানুয়ারি। বিশ্ব এজতেমার আয়োজক কমিটির মুরব্বি প্রকৌশলী গিয়াস উদ্দিন এ তথ্য জানিয়েছেন। রবিবার রাতে বিশ্ব এজতেমাস্থলে তবলীগ জামাতের শীর্ষ মুরব্বিরা বৈঠকে বসে ওই সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। টঙ্গীর তুরাগ তীরে এ বছর অনুষ্ঠিত বিশ্ব এজতেমায় যে ৩২ জেলার মুসল্লিরা অংশ নিয়েছেন তারা আবার ২০১৮ সালের এজতেমায় যোগ দিতে পারবেন। তবে তারা ২০১৭ সালে বিভিন্ন জেলায় আঞ্চলিক এজতেমায় অংশ নেবেন। ২০১৭ সালে টঙ্গীর বিশ্ব এজতেমায় যেসব জেলার মুসল্লিরা অংশ নেবেন সেগুলো হলো- কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, নোয়াখালী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, কুষ্টিয়া, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল ও বরগুনা। বিশ্ব এজতেমায় প্রতিবছর ২৫ লাখের বেশি মুসল্লির সমাগম হয়। আখেরি মোনাজাতের দিন এ সংখ্যা দ্বিগুণ হয়, যা টঙ্গীর তুরাগ তীরের ১৬০ একরের এজতেমা ময়দানের ধারণক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশি। মুন্সীগঞ্জে বিরল প্রজাতির মেছো বাঘ! স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শহরের বৈখর এলাকার আলমগীরের মুরগির ফার্মের ভিতরে বিরল প্রজাতির একটি মেছো বাঘ আটকা পড়ে। সোমবার সকালে ফার্মের মালিক মুরগির বাচ্চাদের খাবার দিতে গিয়ে দেখতে পান বাঘটি। মেছো বাঘটি এক নজর দেখার জন্য শত শত উৎসুক জনতা বৈখর এলাকায় ভীড় জমায়। মুরগির ফার্মের মালিক আলমগীর জানান, ফার্মটি গাছ-গাছালী এলাকায় হওয়ায় রাতে বন্য শিয়ালে ফার্মে ঢুকে মুরগির বাচ্চা খেয়ে ফেলে। শিয়াল থেকে মুরগির বাচ্চাদের বাঁচানোর জন্য প্রতিদিন শিয়াল মারার ফাঁদ পেতে রাখি। সকালে ফার্মে গিয়ে দেখেন বাঘটি আমার বানানো ফাঁদে আটকে আছে। পরে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের অবগত করা হয়। তিন কোটি টাকার শাড়ি জব্দ স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার উজিরপুর উপজেলার সন্ধ্যা নদীতে অভিযান চালিয়ে ট্রলার ভর্তি প্রায় তিন কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও পোশাক জব্দ করেছে কোস্টগার্ডের সদস্যরা। জব্দকৃত মালামাল কাস্টমস্ কর্মকর্তাদের জিম্মায় দেয়া হয়েছে। এ ঘটনায় রবিবার রাতে থানায় মামলা দায়ের করা হয়। জানা যায়, কোস্টগার্ডের সদস্যরা সন্ধ্যা নদী থেকে কার্গো ট্রলার ভর্তি ভারতীয় শাড়ি, থ্রিপিচ ও থান কাপড় জব্দ করা হয়েছে। পিঠা উৎসব স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ এশিয়ান টিভি ও সাতক্ষীরা প্রেসক্লাবের যৌথ উদ্যোগে পিঠা উৎসব পালিত হয়েছে। সোমবার সকালে সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ নাজমুল আহসান। সরকারী কলেজ, মহিলা পরিষদ, পুলিশ নারী কল্যাণ সমিতি, মর্নিংসান স্কুলসহ কয়েকটি প্রতিষ্ঠান রকমারি পিঠা নিয়ে উৎসবে অংশগ্রহণ করে। সরকারী কলেজের অধ্যক্ষ, পুলিশ সুপার, পৌর মেয়রসহ বিভিন্ন সুধীজন মেলায় অংশগ্রহণ করেন।
×