ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ছাত্রসহ নিহত ৫

প্রকাশিত: ০৪:২৭, ১৯ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায় গৃহবধূ ছাত্রসহ নিহত ৫

জনকণ্ঠ ডেস্ক ॥ সড়ক দুর্ঘটনায় রংপুরে গৃহবধূসহ দুইজন, হবিগঞ্জে ছাত্র, মানিকগঞ্জে পুলিশ সদস্য এবং মাদারীপুরে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। রংপুর ॥ দাদির জানাজায় অংশ নিতে গিয়ে নিজেই লাশ হলেন গৃহবধূসহ অপর একজন। সোমবার দুপুরে এ দুর্ঘটনা ঘটেছে বদরগঞ্জ উপজেলায়। জানা গেছে, রংপুর মহানগরীর কামারপাড়া এলাকার রফিকুল ইসলাম তার বন্ধু গোলজার হোসেনের স্ত্রী পেয়ারা বেগমকে নিয়ে মোটরসাইকেলে বদরগঞ্জ উপজেলার রামনাথপুর ডাঙ্গীপাড়ায় যাচ্ছিলেন পেয়ারার দাদির জানাজায় অংশ নিতে। তারা বদরগঞ্জ এরশাদ ব্রিজ অতিক্রম করার সময় উল্টোদিক থেকে মালবোঝাই একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান রফিকুল। আশঙ্কাজনক অবস্থায় পেয়ারাকে হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান। হবিগঞ্জ ॥ সোমবার সকালে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের পূর্ব বড়চরে বাসচাপায় শায়েল (৯) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে পূর্ব বড়চর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়ে স্কুলে যাওয়ার পথে শায়েল দুর্ঘটনায় প্রাণ হারায়। মানিকগঞ্জ ॥ ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার নয়াডাঙ্গী এলাকায় ট্রাকের চাপায় অবসরপ্রাপ্ত এক পুলিশ হাবিলদার নিহত হয়েছেন। তার নাম মোঃ লতিফ (৬০)। বাড়ি স্থানীয় ধানকোড়া গ্রামে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাদারীপুর ॥ মাদারীপুরে মাইক্রোবাসের ধাক্কায় আল-আমিন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ২ জন। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের সদর উপজেলার মস্তফাপুরে এ দুর্ঘটনা ঘটে। লালমনিরহাটে শিশু অপহরণকারী আটক নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট, ১৮ জানুয়ারি ॥ জেলা সদরের বানভাসা মোড়ে রবিবার রাতে সাত বছরের শিশুকে অপহরণ করার সময় অপহরণকারী লাইজুকে জনতা আটক করে পুলিশে সোপর্দ করেছে। সোমবার আদালতে সোপর্দ করলে বিচারক তাকে জেলহাজতে পাঠান। পুলিশ জানায়, বানভাসা মোড়ের মনির উদ্দিনের সাত বছরের কন্যাশিশু মোহনা বাড়ির পাশে দোকানে সন্ধ্যায় বিস্কুট কিনতে যায়। অপহরণকারী লাইজু শিশুটিকে ফুসলিয়ে তার মায়ের কাছে পৌঁছে দেয়ার কথা বলে অটোরিক্সায় তোলে। কোস্টগার্ড-ডাকাত বন্দুকযুদ্ধ, অস্ত্র উদ্ধার স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীর মাতারবাড়িতে কোস্টগার্ডের সঙ্গে ডাকাতদলের বন্দুক যুদ্ধের ঘটনা ঘটেছে। অবস্থা বেগতিক দেখে ডাকাতদল পালিয়ে গেলে তাদের বহনকারী বোট থেকে কোস্টগার্ড সদস্যরা ৩টি বন্দুক ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে। রবিবার গভীর রাতে মাতারবাড়ির কহুলী নদীর চ্যানেলে এ ঘটনা ঘটে। মহেশখালী কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এমএ নেওয়াজ জানান, মহেশখালীর মাতারবাড়ি চ্যানেলে নিয়মিত টহল দিচ্ছিল কোস্টগার্ড। এ সময় কহুলিয়া নদীর ধারে একটি বোট দেখে সন্দেহ হলে টহলদল বোটের কাছাকাছি যায়। ওইসময় বোট থেকে ডাকাতরা কোস্টগার্ডকে লক্ষ্য করে গুলি ছুড়ে।
×