ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আক্রান্ত ১৬ ॥ আতঙ্ক

নেত্রকোনায় পাঁচজনের মৃত্যু ॥ রোগ নির্ণয়ে আলামত ঢাকায়

প্রকাশিত: ০৬:৫৯, ১৭ জানুয়ারি ২০১৬

নেত্রকোনায় পাঁচজনের মৃত্যু ॥ রোগ নির্ণয়ে আলামত ঢাকায়

সঞ্জয় সরকার, নেত্রকোনা ॥ জেলার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের জামসেন গ্রামে অজ্ঞাত প্রাণঘাতী রোগের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। গত এক মাসে ওই রোগে আক্রান্ত হয়ে গ্রামটিতে তিন শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে আরও প্রায় ১৫-১৬ জন। স্থানীয় স্বাস্থ্য বিভাগের প্রাথমিক ধারণা, এই রোগের নাম ‘ম্যানিন্জকক্কাল ম্যানিংজাইটিস’ অন্যদিকে এলাকাবাসীর ধারণা, এটি ‘গুটিবসন্ত’। তাই রোগটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য স্থানীয় স্বাস্থ্য বিভাগ শনিবার ‘রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট’-এ (আইইডিসিআর) আলামত পাঠিয়েছে। এলাকাবাসী জানায়, ডিসেম্বরের মাঝামাঝিতে হঠাৎ করেই জামসেন গ্রামে অজ্ঞাত এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথমে ওই রোগে আক্রান্ত হন রবন খান (৭৫)। প্রায় সাত দিন রোগে ভুগে তিনি মারা যান। এরপর একই ভাবে পর পর মারা যায় এক পরিবারের দুই শিশুসহ আরও চারজন। এরা হলো- হাসিম উদ্দিনের মেয়ে মারুফা (৯), ফৌজদার মিয়ার মেয়ে মাসুদা (১৩) ও ছেলে রকিবুল (৫) এবং ছমেদ আলীর ছেলে ফজলু মিয়া (৪৫)। এদের মধ্যে মারুফা সর্বশেষ গত বৃহস্পতিবার দুপুরে মারা যায়। জামসেন গ্রামের বাসিন্দা আলমগীর এবং ফজলু মিয়া জানান, রোগটির লক্ষণ বসন্ত রোগের মতো। আক্রান্ত রোগীর শরীরে জ্বর, মাথাব্যথা, বমি, মেরুদ- ও কোমরে ব্যথা প্রভৃতি উপসর্গের পাশাপাশি চামড়ায় কালচে রংঙের গুটি গুটি দাগ দেখা দেয়। গুটি গুটি দাগ এবং ছোঁয়াচে হওয়ার কারণে গ্রামবাসী ধারণা করছে, ‘এটি গুটিবসন্ত’। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ছে। খোঁজ নিয়ে জানা গেছে, গ্রামটিতে অজ্ঞাত ওই রোগে হাসিম উদ্দিনের ছেলে অলিউল্লাহ (৭), নয়ন মিয়ার ছেলে সাগর (৭) ও মেয়ে জাকিয়া সুলতানা (৩), রমজান আলীর মেয়ে হলুদা (১২), সজল মিয়ার মেয়ে সুমাইয়া (৮), ছেলে আনোয়ার হোসেন (৭) ও বাহাদুর (২), আবুল কাশেমের ছেলে আলমগীর (১০), আব্দুল কুদ্দুছের ছেলে আরিফ (৫) এবং পার্শ্ববর্তী বরুণখিলা গ্রামের খলিল মিয়ার ছেলে সুলতান মিয়াসহ (৩১) আরও ১৫-১৬ জন আক্রান্ত হয়েছে। তবে সিভিল সার্জন ডাঃ বিজন কান্তি সরকার পাঁচজনের মৃত্যুসহ বর্তমানে চারজন আক্রান্ত হওয়ার কথা স্বীকার করেছেন। শুক্রবার সিভিল সার্জনের নেতৃত্বে মেডিক্যাল টিম আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। এ সময় তারা আক্রান্তদের শরীরের রক্ত, রস, চামড়াসহ অন্যান্য আলামত সংগ্রহ করেন। পাশাপাশি আক্রান্তদের প্রয়োজনীয় ওষুধপত্রসহ বিভিন্ন পরামর্শ দেন। সিভিল সার্জন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রোগটির নাম ‘ম্যানিন্জকক্কাল ম্যানিংজাইটিস’। এটি ভাইরাসজনিত রোগ। সর্দি-কাশি-হাঁচির মাধ্যমে দ্রুত ছড়ায়। তবে রোগটি সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য শনিবার আইইডিসিআরে আলামত পাঠানো হয়েছে। তাদের রিপোর্ট পাওয়ার পর আরও কার্যকর পদক্ষেপ নেয়া হবে।
×