ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

জিকা ভাইরাস সম্পর্কে মার্কিন হুঁশিয়ারি

প্রকাশিত: ০৫:৫৯, ১৭ জানুয়ারি ২০১৬

জিকা ভাইরাস সম্পর্কে মার্কিন হুঁশিয়ারি

দুই আমেরিকা মহাদেশে ছড়িয়ে পড়ছে নতুন মশাবাহিত জিকা ভাইরাস। এ বিষয়ে সতর্কতা জারি করেছে মার্কিন সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এ্যান্ড প্রিভেনশন। শনিবার জারি করা সতর্কবার্তায় গর্ভবতী নারীদের ক্যারিবীয় ও লাতিন আমেরিকার ১৪ দেশ সফরের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। মশাবাহিত ভাইরাসটি শিশুদের জন্মকালীন ত্রুটির কারণ হতে পারে। সংবাদ সম্মেলনে সিডিসির সংক্রমক রোগ বিষয়ক বিভাগের পরিচালক লিলি পিটারসন বলেছেন, ‘জিকা ভাইরাস দুই আমেরিকা মহাদেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা মনে করি, জনগণকে যত দ্রুত সম্ভব সতর্ক করা জরুরী। গর্ভবতী নারীরা খুব সহজে এই ভাইরাসে আক্রান্ত হতে পারে। তাই ব্র্রাজিল, কলম্বিয়া, এল সালভাদর, ফ্রেঞ্চ গায়ানা, গুয়াতেমালা, হাইতি, হন্ডুরাস, মার্টিনিক,মেক্সিকো, পানামা, প্যারাগুয়ে, সুরিনাম, ভেনিজুয়েলা এবং পুয়ের্তোরিকোর মধ্যে দেশগুলো সফরের বিষয়ে সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ করা হলো।’ জিকা ভাইরাসের প্রভাবে জ্বর, র‌্যাশ, হাড়ের সংযোগস্থলে ব্যথা ও চোখ ওঠার মতো সমস্যাগুলো হতে পারে। রোগের লক্ষণগুলো এক সপ্তাহের মধ্যে প্রকাশ নাও পেতে পারে।
×