ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ঐতিহাসিক সীতাতলার মেলা শুরু

প্রকাশিত: ০৫:৪৫, ১৬ জানুয়ারি ২০১৬

নওগাঁয় ঐতিহাসিক সীতাতলার  মেলা শুরু

বিশ্বজিৎ মনি, নওগাঁ ॥ শুক্রবার ভোর থেকে নওগাঁর আত্রাইয়ে শুরু হয়েছে ঐতিহাসিক ‘সীতাতলার মেলা’। আত্রাই উপজেলা সদর থেকে ১০ কিলোমিটার উত্তরে নিভৃত পল্লী জামগ্রাম। বর্ষাকালে নৌকার বিকল্প কোন যোগাযোগ ব্যবস্থা নেই। শুষ্ক মৌসুমে পায়ে চলারও নেই কোন মানসম্মত রাস্তা। তবে ভোঁপাড়া তিলাবদুরী হয়ে মোটরসাইকেল, বাইসাইকেল ও ভ্যানের যোগাযোগ থাকলেও সামান্য কিছু বৃষ্টি এলে দুঃখের শেষ থাকে না। এ জামগ্রামেই সেই যুগ যুগ থেকে প্রতিবছর অনুষ্ঠিত হয়ে আসছে ‘সীতাতলার’ মেলা। প্রতিবছরের ন্যায় এবারও শুরু হয়েছে মেলা। তবে ধর্মীয় এ মেলায় কমিটিকে পাশ কাটিয়ে প্রভাবশালী মহল টিকেট বিক্রির মাধ্যমে পুতুলনাচ, ফড়গুটি, চরকিসহ নানা ধরনের জুয়া আর পুতুল নাচের নামে জীবন্ত পুতুলের প্রায় বিবস্ত্র নাচ মেলার পরিবেশকে বিষিয়ে তুলেছে। ধর্মীয় এ মেলায় দূর-দূরান্ত থেকে আসা নারী-পুরুষ ভক্তরা শিশুদের আবদার রক্ষায় পুতুল নাচের প্যান্ডেলে ঢুকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে দেখা গেছে। স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করেই তারা মেলায় এসব কর্মকা- চালাচ্ছে বলে দম্ভ করছে। কথিত আছে, সেই ত্রেতা যুগে অযোধ্যার রাজা দশরথের সত্যবাক্য রক্ষায় পুত্র শ্রী রামচন্দ্র স্ত্রী সীতা দেবীকে বনবাস দিয়েছিলেন।
×