ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শীতে রাজশাহীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

প্রকাশিত: ০৫:৩৪, ১৬ জানুয়ারি ২০১৬

শীতে রাজশাহীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগ

শীতের প্রকোপ বাড়ায় রাজশাহীতে বাড়ছে ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা। হঠাৎ করে রোগীর চাপ বাড়ায় চিকিৎসা সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে কর্তব্যরত চিকিৎসকদের। অবশ্য শীতে ডায়রিয়া, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগের হাত থেকে রক্ষা পেতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। হিম শীতল বাতাসে বাড়ছে শীতের প্রকোপ। এ কারণে ঠা-াজনিত ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশিসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়ছে শিশুরা। গত এক সপ্তাহে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ঠা-াজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে প্রায় সাড়ে তিনশ শিশু। বাড়তি রোগীর চাপে শিশু ওয়ার্ডের বেড ভরে যাওয়ায় অনেকেরই ঠাঁই হয়েছে মেঝেতে। অবশ্য কর্তব্যরতরা বলছেন, সীমিত বেডের কারণে এমন দশা। পাশাপাশি বাড়তি রোগীর চাপ সামলাতেও হিমশিম খেতে হচ্ছে তাদের। এ অবস্থায় শিশুদের ঠা-াজনিত রোগের হাত থেকে বাঁচাতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন রামেক হাসপাতাল সহকারী রেজিস্টার ইউসুফ আলী। এছাড়া অভিভাবকেরা একটু সচেতন হলে ঠা-াজনিত রোগে আক্রান্ত শিশুর সংখ্যা অনেকটাই কমে যাবে বলে মনে করেন এই চিকিৎসক। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের চারটি শিশু ওয়ার্ডে গেল এক সপ্তাহে ১০ জন শিশু মারা গেছে। কর্তব্যরত চিকিৎসকরা বলছেন, অল্প সংখ্যক চিকিৎসক দিয়ে তাদের সেবা দেয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে। Ñস্টাফ রিপোর্টার
×