ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওম-জলির ‘অঙ্গার’

প্রকাশিত: ০৫:২৫, ১৬ জানুয়ারি ২০১৬

ওম-জলির ‘অঙ্গার’

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া এবং ভারতের এস কে মুভিজের যৌথ প্রযোজনার চলচ্চিত্র ‘অঙ্গার’ মুক্তি পেয়েছে শুক্রবার। মুক্তির প্রথম দিনেই আলোচনায় এসেছে চলচ্চিত্রটি। তবে অনেকেই বলেছেন গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আসতে পারেনি চলচ্চিত্রটি। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন বাংলাদেশের পরিচালক ওয়াজেদ আলী সুমন এবং ওপার বাংলার হিমাংশু ধানুকা। চলচ্চিত্রের প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন কলকাতার ওম এবং বাংলাদেশের নবাগতা অভিনেত্রী জলি। আরও আছেন অমিত হাসান, টাইগার রবি। চলচ্চিত্রের কাহিনী লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন সাহা। চলচ্চিত্রটি মুক্তি উপলক্ষে সম্প্রতি বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের হলরুমে এক মতবিনিময় সভার আয়োজন করে জাজ। এতে উপস্থিত ছিলেন কলকাতার এসকে মুভিজের কর্ণধার হিমাংশু ধানুকা, চিত্রনায়ক ওম, সঙ্গীত পরিচালক আকাশ, জাজ মাল্টি মিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, চলচ্চিত্র পরিচালক ওয়াজেদ আলী সুমন, সঙ্গীত পরিচালক ইমন সাহা, চলচ্চিত্র অভিনেতা অমিত হাসান, টাইগার রবি, নবাগত চিত্রনায়িকা জলি, কাহিনীকার আব্দুল্লাহ জহির বাবু প্রমুখ। সভায় আবদুল আজিজ বলেন, চলচ্চিত্রের প্রত্যেকটি চরিত্রকেই সত্য বলে মনে হয়েছে। মনেই হচ্ছে না যে অভিনেতা অভিনেত্রীরা এখানে অভিনয় করছে।
×