ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

২০ জানুয়ারি পাকি হাইকমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

প্রকাশিত: ০৫:১০, ১৬ জানুয়ারি ২০১৬

২০ জানুয়ারি পাকি হাইকমিশন ঘেরাও করবে গণজাগরণ মঞ্চ

স্টাফ রিপোর্টার ॥ গণহত্যার দায় অস্বীকার, জঙ্গী মদদ ও কূটনৈতিক শিষ্টাচার ভঙ্গের অভিযোগে আগামী ২০ জানুয়ারি বিকেল ৩টায় পাকিস্তানের হাইকমিশন ঘেরাও কর্মসূচী ঘোষণা করেছে গণজাগরণ মঞ্চ। শুক্রবার রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ থেকে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার এ ঘোষণা দেন। পাকিস্তানে বাংলাদেশ হাইকমিশনে নিযুক্ত কূটনীতিক মৌসুমী রহমানকে বহিষ্কার করায় পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ না করায় এ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিলের কর্মসূচী ঘোষণা করা হয়। ইমরান সরকার বলেন, এ ঘটনার প্রেক্ষিতে আমরা এরই মধ্যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে সরকারকে অনুরোধ করেছি। তিনি বলেন, পাকিস্তানের সাধারণ জনগণের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই। কিন্তু যতক্ষণ পর্যন্ত পাকিস্তান নামক রাষ্ট্র একাত্তরের গণহত্যার জন্য ক্ষমা না চাইবে ততক্ষণ পর্যন্ত দেশটির প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে না। আমরা এর আগে সরকারকে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছি। কিন্তু সরকার পাকিস্তানের বিরুদ্ধে এখনও কোন ব্যবস্থা নেয়নি। সরকার কেন পাকিস্তানের বিরুদ্ধে নতজানু, এ প্রশ্ন করেন তিনি। সমাবেশ শেষে শাহবাগ থেকে একটি মশাল মিছিল টিএসসি ঘুরে জাতীয় জাদুঘরের সামনে এসে শেষ হয়।
×