ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দরবৃদ্ধির শীর্ষে তাল্লু স্পিনিং

প্রকাশিত: ০৫:১৮, ১৫ জানুয়ারি ২০১৬

দরবৃদ্ধির শীর্ষে তাল্লু স্পিনিং

তাল্লু স্পিনিং বৃহস্পতিবার দরবৃদ্ধির শীর্ষের নেতৃত্বে রয়েছে। কোম্পানির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৯ পয়সা বা ৯ দশমিক ৯৫ শতাংশ। প্রায় দুই বছর জেড ক্যাটাগরিতে থাকার পরে কোম্পানিটি এ ক্যাটাগরিতে ফিরে এলো। এর আগে গত বুধবার কোম্পানির ১০ শতাংশ বোনাস শেয়ার বিও হিসাবে যোগ হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইর তথ্য অনুযায়ী, শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ২১ টাকা দরে। এদিন কোম্পানির ৫৭ লাখ ২৯ হাজার ৮০টি শেয়ার ১ হাজার ৫১৫ বারে লেনদেন হয়। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে ২ টাকা বা ৬ দশমিক ৮৫ শতাংশ। এদিন শেয়ারটি সর্বশেষ লেনদেন হয় ৩১ টাকা ২০ পয়সা দরে। কোম্পানির ১ লাখ ২৩ হাজার ৩১০টি শেয়ার ৮৮ বারে লেনদেন হয়। -অর্থনৈতিক রিপোর্টার ডরিন পাওয়ারের আইপিও আবেদন ৮ ফেব্রুয়ারি ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) আবেদন গ্রহণ শুরু ৮ ফেব্রুয়ারি। চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। প্রসঙ্গত, গত ৩০ নবেম্বর বিএসইসির ৫৬০তম সভায় ডরিন পাওয়ার জেনারেশনস এ্যান্ড সিস্টেমস লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) দেওয়া হয়। কোম্পানিটি পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ৫৮ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটিকে ১০ টাকা অভিহিত মূল্যের সাথে ১৯ টাকা প্রিমিয়ামসহ ২৯ টাকা মূল্যে শেয়ার ইস্যুর অনুমোদন দিয়েছে কমিশন। কোম্পানিটির গত ৫ বছরের ওয়েটেড এভারেজ শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩ টাকা ১৯ পয়সা। ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৩৪ টাকা ৮৭ পয়সা। -অর্থনৈতিক রিপোর্টার
×