ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ঠাকুরগাঁওয়ে নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত দুই

প্রকাশিত: ০৭:১৫, ১৪ জানুয়ারি ২০১৬

ঠাকুরগাঁওয়ে নৈশকোচ-ট্রাক সংঘর্ষে নিহত দুই

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ১৩ জানুয়ারি ॥ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কে ঠাকুরগাঁও পল্লী বিদ্যুত অফিসের পাশে বুধবার সকালে নাইটকোচ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন মারা গেছেন। আহত হয়েছেন ৫ জন। তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৯টার দিকে কুমিল্লা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আহসান এন্টারপ্রাইজ নামে একটি নাইট কোচের সঙ্গে দ্রুতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে কোচযাত্রী আইয়ুব আলী (৩৫) মারা যায়। তার বাড়ি পঞ্চগড় জেলার বেঙ্গুপাড়ায়। এ ঘটনার পর ঘাতক চালক ট্রাকসহ পালিয়ে যায়। গুরুতর আহত আরেক যাত্রীকে স্থানীয় লোকজন সদর হাসপাতালে ভর্তি করলে ১১টার দিকে তিনি মারা যান। তার পরিচয় জানা যায়নি। পার্বতীপুরে চালক নিজস্ব সংবাদদাতা, পার্বতীপুর থেকে জানান, রংপুর সড়কের চৌপুকুর নামক স্থানে দুমড়ে-মুচড়ে যাওয়া মাইক্রো (ঢাকা মেট্রো ২৫-২৫৯৯)সহ চালক আনোয়ার হোসেনের (৩৩) লাশ রাস্তায় পড়ে থাকা অবস্থায় বুধবার সকাল ১০টায় পুলিশ উদ্ধার করেছে। পার্বতীপুর মডেল থানা পুলিশ জানিয়েছে সকাল ৭টার দিকে অজ্ঞাত ভারি যানবাহনের ধাক্কায় ঘটনাটি ঘটতে পারে। প্রথমে লাশের শার্টের পকেটে ন্যাশনাল আইডি কার্ড দেখে লাশের পরিচয় জানা যায়। শেরপুরে স্কুলছাত্র নিহতের প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, শেরপুর থেকে জানান, শেরপুরে ট্রাকচাপায় উত্তর গৌরীপুর মডেল স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জুনায়েদ ইসলাম (১১) নিহত হওয়ার ঘটনায় দোষী ট্রাক ড্রাইভারের শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। বুধবার সকালে শহরের খোয়ারপাড় মোড়ে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতশত শিক্ষার্থী, যুব সমাজ, এলাকাবাসী ও অভিভাবকরা ওই মানববন্ধনে অংশ নেয়। রেলভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার দাবি স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ রেলের ভাড়া বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, প্রায় বিশ বছর পর ২০১২ সালে ভুর্তুকি প্রত্যাহার করে সকল শ্রেণীতে রেল ভাড়া ৫০ ভাগ বৃদ্ধি করা হয়েছে। এর মাত্র তিন বছরের মাথায় আবার আবারও ভাড়া বৃদ্ধির প্রস্তাব গণবিরোধী। এই সিদ্ধান্ত প্রত্যাহার করে পূর্বের ভাড়া বৃদ্ধির সময়ে প্রদত্ত যাত্রী সেবার মান বাড়ানোর অঙ্গীকার বাস্তবায়নের দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এই দাবি জানানো হয়। সংগঠনের চেয়ারম্যান শরীফ রফিকউজ্জামান ও মহাসচিব মোঃ মোজাম্মেল হক চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে আরও বলা হয়, রেল দেশের সিংহভাগ নি¤œ আয়ের যাত্রী সাধারণের বাহন হিসেবে জাতীয় উন্নয়ন ও অগ্রগতিতে বিশাল ভূমিকা রাখছে। শুধু লাভ-ক্ষতির মানদ- বিবেচনা না করে দেশের সাধারণ জনগণের যাতায়াতের সুযোগ-সুবিধার বিষয়টি বিবেচনায় আনতে হবে। রংপুরে চার প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস স্টাফ রিপোর্টার, রংপুর ॥ জেলার বদরগঞ্জে নির্দিষ্ট সময়ের আগে বিদ্যালয় বন্ধের ঘটনায় ৩ প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উপজেলা শিক্ষা কর্মকর্তা। তাদের ৩ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। অন্যদিকে কুতুবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সদরুল আলমের বিরুদ্ধে টাকার বিনিময়ে পাঠ্যবই বিতরণের অভিযোগ তদন্তের জন্য দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তিন দিনের মধ্যে তাদেরও ওই তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
×