ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজ ও আইডিবির প্রেসিডেন্টের সাক্ষাত

প্রকাশিত: ০৭:৩৬, ১২ জানুয়ারি ২০১৬

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি যুবরাজ ও আইডিবির প্রেসিডেন্টের সাক্ষাত

স্টাফ রিপোর্টার ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন সফররত সৌদি যুবরাজ তুর্কি বিন আব্দুল্লাহ ও ইসলামিক উন্নয়ন ব্যাংকের (আইডিবি) প্রেসিডেন্ট ড. আহমদ মোহাম্মদ আলী। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে তাঁরা সাক্ষাত করেছেন। এদিকে আইডিবির ফায়েল খায়ের প্রকল্পের আওতায় সিডর বিধ্বস্ত দক্ষিণ-পঞ্চিমাঞ্চলে নির্মিত স্কুল কাম সাইক্লোন শেল্টার উদ্বোধন করতে আজ বরগুনার আমতলী যাচ্ছেন সৌদি যুবরাজ। জানা গেছে, আজই সৌদি যুবরাজ ও আইডিবি প্রেসিডেন্টের ঢাকা ছাড়ার কথা রয়েছে। এর আগে সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে দুইদিনের সফরে তাঁরা ঢাকা আসেন। এরপর সন্ধ্যা সাতটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তারা সাক্ষাত করেন। গেল বছরের অক্টোবরে জেদ্দায় সৌদি আরব ও বাংলাদেশের মধ্যে যৌথ অর্থনৈতিক সহযোগিতা (জেইসি) সভায় সৌদি প্রতিনিধি দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। পরে ডিসেম্বরে রিয়াদ সফরের সময়ও সৌদি যুবরাজকে ঢাকা সফরের আমন্ত্রণ জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। ওই আমন্ত্রণ গ্রহণ করেই বাংলাদেশ সফরে এলেন যুবরাজ। আইডিবির অধীনে ফায়েল খায়ের প্রকল্পের মাধ্যমে বাংলাদেশে ১৮০টি বিদ্যালয় ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলছে।
×