ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

মতবিনিময় সভায় মন্তব্য ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই

প্রকাশিত: ০৬:৩৬, ১১ জানুয়ারি ২০১৬

মতবিনিময় সভায় মন্তব্য ইসলামের সঙ্গে সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন সম্পর্ক নেই

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল বলেছেন, বর্তমান বিশ্বে মুসলিম উম্মাহ নানামুখী সঙ্কট ও ষড়যন্ত্রের শিকার। ইসলামকে একটি সন্ত্রাসী ধর্ম হিসেবে তুলে ধরার জন্য ইসলাম বিদ্বেষী শক্তি আজ মরিয়া হয়ে উঠেছে। রবিবার সকালে ইসলামিক ফাউন্ডেশনের আগারগাঁওস্থ প্রধান কার্যালয়ে ‘মুসলিম উম্মাহর সঙ্কট : উত্তরণের উপায়’ শীর্ষক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার নামে যারা জঙ্গী তৎপরতায় মেতে উঠেছে তাদের সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নেই। এই মুনাফেকী মুসলিম নামধারী গোষ্ঠীর কারণে ইসলামের অগ্রযাত্রা বাধাগ্রস্ত হচ্ছে। গবেষণা বিভাগ আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ড. সলিমুল্লাহ খান। -বিজ্ঞপ্তি বিচারপতি মাহবুব মোরশেদের জন্মবার্ষিকী আজ উপমহাদেশের বিশিষ্ট আইনজ্ঞ সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোরশেদের ১০৫তম জন্মবার্ষিকী আজ। এ উপলক্ষে সৈয়দ মাহবুব মোরশেদ স্মৃতি সংসদ মরহুমের বনানীর মাজারে সকালে পুষ্প অর্পণ, ফাতেহা পাঠ ও কোরানখানির আয়োজন করেছে। এ ছাড়া আইনজীবীদের বিভিন্ন সংগঠন, সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান মরহুমের গৌরবোজ্জ্বল জীবনের ওপর আলোচনা সভার উদ্যোগ গ্রহণ করেছে। -বিজ্ঞপ্তি
×