ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

৪২ মুক্তিযোদ্ধা পরিবার ৪৫ মাস ভাতা বঞ্চিত

প্রকাশিত: ০৪:১০, ১১ জানুয়ারি ২০১৬

৪২ মুক্তিযোদ্ধা পরিবার ৪৫ মাস ভাতা  বঞ্চিত

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ জেলার ভুরুঙ্গামারীতে ৪২ মুক্তিযোদ্ধার পরিবার ৪৫ মাস ধরে ভাতা পাচ্ছে না। উপজেলা সমাজসেবা কর্মকর্তার অবহেলায় পরিবারগুলো ভাতাবঞ্চিত হয়ে অতিকষ্টে জীবনযাপন করছে। মন্ত্রণালয়ে অভিযোগের পর দ্রুত ব্যবস্থা নিতে মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যের নির্দেশও আমলে নেননি সমাজসেবা কর্মকর্তা। ভুরুঙ্গামারী উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা ৪২ মুক্তিযোদ্ধা পরিবার ভাতা পেয়ে আসছিল। এসব মুক্তিযোদ্ধা ও উত্তরাধিকারীগণ মারা গেলে তাদের নামের ভাতা বন্ধ করে দেয়া হয়। নীতিমালা মতে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার মৃত্যু হলে তার উত্তরাধিকারী সে ভাতা পাবেন। ৪২ পরিবারের সুবিধাভোগীরা মারা গেলে উত্তরাধিকার সূত্রে সুবিধাভোগী যাচাইবাছাই করে সমাজসেবা অধিদফতর। কিন্তু ৪৫ মাস ধরে ভাতার টাকা তুলতে পারেনি কেউ। গত বছরের ১৪ মে মৃত মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিনের ছেলে এসএম নাহিন সমাজসেবা কর্মকর্তার দায়িত্বে অবহেলা উল্লেখ করে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে মতামত পাঠানোর নির্দেশ দেন। এদিকে স্থানীয় সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান মানবিক বিবেচনায় দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এছাড়াও গত ১৭ মে উপজেলা সমন্বয় কমিটির আলোচনায় ওই ৪২ পরিবারের তথ্য যাচাই করে জেলা কমিটিতে পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু এসব নির্দেশ ও সিদ্ধান্ত আমলে নেননি সমাজসেবা কর্মকর্তা।
×