ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ট্রাম্পের সমাবেশ থেকে বের করে দেয়া হলো মুসলিম নারীকে

প্রকাশিত: ০৩:৩০, ১১ জানুয়ারি ২০১৬

ট্রাম্পের সমাবেশ থেকে বের করে দেয়া হলো মুসলিম নারীকে

দ্য কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশান্স (সিএআইআর) জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্পের নর্থ ক্যারোলাইনার রোড হিল সমাবেশ থেকে শুক্রবার রাতে রোজ হামিদ (৫৬) নামে এক মুসলিম নারীকে তাড়িয়ে দেয়া হয়েছে। খবর বিবিসি ও সিএনএনের। ইসলাম ও অভিবাসীবিরোধী বক্তব্যের জন্য ইতোমধ্যে সমালোচিত ডোনাল্ড ট্রাম্প। টেলিভিশন চিত্রে দেখা যায়, হিজাব পরিহিত রোজ একটি গেঞ্জি পরে বসেছিলেন সমাবেশে, তাতে লেখা ছিল ‘সালাম, আমি শান্তিপ্রিয়। সমাবেশে যখন সিরিয়া থেকে প্রাণ বাঁচাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ছুটে আসা লোকদের ইসলামিক স্টেট (আইএস) জঙ্গী সমর্থক বলছিলেন ট্রাম্প, তখন রোজ নীরবে দাঁড়িয়ে তার প্রতিবাদ জানান। এ সময় তার পাশে বসে থাকা ব্যক্তিরা রোজকে বিদ্রুপ করতে থাকলে রোজও পাল্টা উত্তর দেন। এর মধ্যেই চিৎকার-চেঁচামেচি শুরু হয়ে যাওয়ায় নিরাপত্তারক্ষীরা ছুটে আসেন। তারা সমাবেশ থেকে এই মুসলিম নারীকে বের করে দেন। রোজ বলেন, এটা সত্যি দুঃখজনক যে আমাকে নীরবেও প্রতিবাদ জানাতে দেয়া হলো না। আমার কাছে না কি বোমা রয়েছে এমন কথাও বলেছেন রিপাবলিকান পার্টির সমর্থকরা। তবে রিপাবলিকান পার্টির কয়েকজন সমর্থক দুঃখ প্রকাশ করলেও নিরাপত্তারক্ষীরা তাকে থাকতে দেয়নি বলে জানান তিনি। রোজকে বের করে দেয়ার পর ট্রাম্প সমাবেশের বক্তৃতায় বলেন, এখানেও আমাদের বিরুদ্ধে কুৎসা রটানো এবং বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। এসব বিশ্বাস করা যায় না। এভাবেই ওরা আমাদের পরিবেশ নষ্ট করছে। ট্রাম্পের সমালোচনা করে রোজ বলেন, যুক্তরাষ্ট্রে মুসলিম বিদ্বেষ ছড়ানোর ক্ষেত্রে ট্রাম্পের ওই সব কথাবার্তা দায়ী, যা যুক্তরাষ্ট্রের মূল্যবোধের পরিপন্থী। এর আগে যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশ নিষিদ্ধের দাবি জানিয়েছিলেন ট্রাম্প। বিপক্ষ ডেমোক্র্যাট পার্টির সম্ভাব প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনকে নিয়ে অশালীন মন্তব্যের জন্য সমালোচনার মুখে পড়তে হয়েছে ডোনাল্ড ট্রাম্পকে।
×