ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সড়ক দুর্ঘটনায় শেরপুরে হত চার

প্রকাশিত: ০৫:৩০, ৯ জানুয়ারি ২০১৬

সড়ক দুর্ঘটনায়  শেরপুরে হত  চার

নিজস্ব সংবাদদাতা, শেরপুর, ৮ জানুয়ারি ॥ শেরপুরে শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ চারজন নিহত হয়েছে। নালিতাবাড়ীর নাকুগাঁও স্থলবন্দর-নালিতাবাড়ী মহাসড়কের নয়াবিল বাজারের দক্ষিণপাশে শুক্রবার বিকেল ৩টার দিকে ট্রাকের সঙ্গে সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহী নিহত হন। নিহতরা হলো নাকুগাঁও গ্রামের আব্দুর রহিমের ছেলে জামাল উদ্দিন (১৭), আলাল উদ্দিনের ছেলে নজরুল ইসলাম (১৮) ও হাবিবুর রহমানের ছেলে রাজন মিয়া (১৬)। এদিকে বিকেল ৫টার দিকে শেরপুর শহরের খোয়ারপাড় এলাকায় রাস্তা পারাপারের সময় শ্রীবরদী থেকে আসা একটি কাঠবোঝাই ট্রাকের চাপায় জুনাইদ মিয়া (১১) নামে এক শিশু নিহত হয়েছে। নিহত জুনাইদ উত্তর গৌরীপুর মহল্লার আবু বকর ড্রাইভারের ছেলে বলে পুলিশ জানিয়েছে। ভোলায় দোকানি নিজস্ব সংবাদদাতা, ভোলা থেকে জানান, লালমোহন উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক পানদোকানি নিহত ও আহত হয়েছেন ১০ বাসযাত্রী। শুক্রবার সকালে ভোলা-চরফ্যাশন সড়কের লালমোহন উপজেলার আবুগঞ্জ বাজারের কাছে ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ৯টার দিকে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পানের দোকানের ওপর উঠে যায়। এতে ঘটনাস্থলে পানদোকানি আঃ রশিদ (৫০) নিহত হয়। এ সময় বাসের ৮ যাত্রী আহত হয়। সীতাকু-ে হেলপার নিজস্ব সংবাদদাতা সীতাকু- থেকে জানান, সীতাকু-ে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস উল্টে চালকের সহকারী মোস্তফা (৪২) নিহত হয়েছেন। শুক্রবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে উপজেলার বারো-আউলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চালকের সহকারী নাটোরের লালপুল থানার গোপালপুর গ্রামের কাউসার ম-লের পুত্র।
×