ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

তালিকাভুক্তির আগেই লোকসানে ইনফরমেশন টেকনোলজি

প্রকাশিত: ০৪:০৮, ৮ জানুয়ারি ২০১৬

 তালিকাভুক্তির আগেই লোকসানে ইনফরমেশন টেকনোলজি

অর্থনৈতিক রিপোর্টার ॥ তালিকাভুক্তির আগেই লোকসান নিয়ে লেনদেন শুরু হচ্ছে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) টাকা উত্তোলন করা আইটি খাতের কোম্পানি ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেডের (আইসিটি)। আগামী রবিবার সকাল সাড়ে ১০টায় এ কোম্পানির শেয়ার লেনদেন শুরু হবে। বৃহস্পতিবার লেনদেন শুরুর আগের কার্যদিবসে কোম্পানিটি তাদের প্রথম প্রান্তিক আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এভাবে লোকসানী কোম্পানির আইপিও অনুমোদন দিয়ে আবারও প্রশ্নবিদ্ধ হতে হলো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জকে (বিএসইসি)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকাশিত প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর ১৫) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এ কোম্পানির লোকসান হয়েছে ৪১ লাখ ৪০ হাজার টাকা। আর আইপিও পূর্ববর্তী শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৬ টাকা এবং আইপিও-পরবর্তী শেয়ার প্রতি লোকসান হয়েছে ০.০৫ টাকা। আর ৩০ সেপ্টেম্বর ২০১৫ পর্যন্ত এ কোম্পানির শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৮.৫২ টাকা। জানা যায়, ‘এন’ ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করতে যাওয়া আইটিসির ট্রেডিং কোড-ওঞঈ এবং ডিএসইতে কোম্পানি কোড-২২৬৪৮। আর সিএসইতে কোম্পানি কোড-২৪০০৯। এর আগে গত ৩ নবেম্বর আইপিও লটারির ড্র প্রক্রিয়া সম্পন্ন করে কোম্পানিটি। আর আইপিওতে বরাদ্দ পাওয়া শেয়ার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের নিজ নিজ বিও হিসাবে গত ৩ জানুয়ারি ২০১৬র রবিবার জমা করে কোম্পানিটি। জানা যায়, ১০ টাকা অভিহিত মূল্য বাজারে ১ কোটি ২০ লাখ শেয়ার ছাড়ে আইটিসি। যার মার্কেট লট নির্ধারণ করা হয়েছিল ৫০০টি শেয়ারে। আর এর মাধ্যমে পুঁজিবাজার থেকে ১২ কোটি টাকা সংগ্রহ করেছে কোম্পানিটি। আইটিসির আইপিওতে নির্ধারিত সময়ে ৮০৭ কোটি ২২ লাখ ২৯ হাজার ৯৮০ টাকার আবেদন জমা পড়েছে, যা মোট আবেদনের ৬৭.২৭ গুণ। এর আগে ২০১৪ সালের ৩০ জুন শেষ হওয়া অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী ইনফরমেশন টেকনোলজি কনসালন্টেস লিমিটেডের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৮.২৮ টাকা। পুঁজিবাজার থেকে টাকা সংগ্রহ করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিওর খরচ কাজে ব্যয় করবে কোম্পানিটি। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বেটাওয়ান ইনভেস্টমেন্ট।
×