ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

শাহজালালে পাকিস্তান থেকে আসা বিপুল প্রসাধনী জব্দ

প্রকাশিত: ০৮:৫৩, ৭ জানুয়ারি ২০১৬

শাহজালালে পাকিস্তান থেকে আসা বিপুল প্রসাধনী জব্দ

স্টাফ রিপোর্টার ॥ কেলেঙ্কারি পিছু ছাড়ছে না পাকিস্তানের। পাকিস্তান এয়ারলাইন্সের মাধ্যমে নকল মুদ্রাপাচার করে জঙ্গী অর্থায়ন আর সন্ত্রাসে মদদ দেয়ার অভিযোগে পাকিস্তানী কূটনীতিক ফারিনা আরশাদকে প্রত্যাহার করার পরও আবারও ধরা পড়েছে চোরাই পণ্য। এবার পাকিস্তান থেকে আসা একটি নকল প্রসাধনীর তিন হাজার কেজি ওজনের চালান আটক করা হয়। বুধবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গোতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ প্রসাধনীর এ চালান জব্দ করে শুল্ক গোয়েন্দারা। জানা যায়, দুবাই থেকে আগত এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ সব প্রসাধনী আসে গত ১৬ সেপ্টেম্বর। রূপালী ব্যাংকের একটি এলসির মাধ্যমে ১৬/১৮ সার্কুলার রোডের জেএএল নামক একটি প্রতিষ্ঠান এ চালান আমদানি করে। সোনা পাচারের দায়ে বিমানের টেকনিশিয়ান গ্রেফতার ॥ চোরাচালান মামলায় বিমান বাংলাদেশের টেকনিশিয়ান আব্দুস সাত্তারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। বুধবার ভোরে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) চোরাচালান উত্তর টিমের একটি দল। ডাকাত আটক ॥ রাজধানীর কদমতলী এলাকা থেকে আন্তঃজেলা বাস ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেনÑ মোঃ বেলাল হোসেন, মোঃ আব্দুল জলিল, মোঃ রাজীব, মোঃ আল-আমিন, মোঃ মজিবর ও মোঃ সুমন। সড়ক দুর্ঘটনায় ২ যুবকের মৃত্যু ॥ রাজধানীতে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে উত্তরা ও তেজগাঁওয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেনÑ ইউসুফ মিয়া (২৬)। তিনি উত্তরা দক্ষিণখান আমতলার রহমত আলীর ছেলে। অপরজন হলে অজ্ঞাত (২৫)।
×