ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

মেধাবী মুখ

প্রকাশিত: ০৪:১৫, ৭ জানুয়ারি ২০১৬

মেধাবী মুখ

রবিউল রবিউল হাসান প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চানপুর-১ ব্র্যাক স্কুল থেকে এ+ পেয়েছে। সে কুমিল্লার চানপুর গ্রামের জাকির হোসেন ও সেলিনা বেগমের পুত্র। জাওয়াদুন জাওয়াদুন আফনান তিয়েন প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় কুমিল্লা গ্রামার স্কুল থেকে এ+ পেয়েছে। সে কুমিল্লা জেলার বুড়িচং থানার পিতাম্বর গ্রামের জামাল হোসেন ও প্রফেসর নাছরীন সুলতানা চৌধুরীর কন্যা। সায়মা সায়মা আক্তার জেএসসি পরীক্ষায় মোরশেদা বেগম উচ্চ বিদ্যালয় থেকে এ+ পেয়েছে। সে ২০১২ সালের পিইসি পরীক্ষায় এ+ পেয়েছে। সে কুমিল্লা জেলার বুড়িচং থানার আজ্ঞাপুর গ্রামের ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও নাসিমা বেগমের কন্যা। মালিহা মালিহা মেহজাবিন নাহিন জেএসসি পরীক্ষায় নওয়াব ফয়জুন্নেসা সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এ+ পেয়েছে। সে ২০১২ সালের পিএসসি পরীক্ষায়ও এ+ পেয়েছে। সে কুমিল্লা জেলার বুড়িচং থানার পিতাম্বর গ্রামের জামাল হোসেন ও প্রফেসর নাছরীন সুলতানা চৌধুরীর কন্যা। নওরীন নওরীন তাবাস্্সুম গত বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ময়মনসিংহের বিদ্যাময়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে। তার বাবার নাম লতিফুল বারী, মায়ের নাম ফারজানা সুলতানা। সে ভবিষ্যতে উচ্চতর শিক্ষাগ্রহণ করতে আগ্রহী। -বিজ্ঞপ্তি আজমী নুসরত জাহান আজমী এবার জেএসসি পরীক্ষায় ঢাকার এশিয়ান আইডিয়াল স্কুল থেকে জিপিএ-৫ পেয়েছে। সে ২০১২ সালের পিএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছিল। তার পিতা আজিজুর রহমান দৈনিক জনকণ্ঠের ডার্করুম সহকারী। মা সালমা রহমান গৃহিনী। গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানাধীন ধরাভাঙ্গা গ্রামে। ভবিষ্যতে সে ইঞ্জিনিয়ার হতে চায়।
×