ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

তেহরান-রিয়াদ সঙ্কট ঘনীভূত

এবার ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল কুয়েত

প্রকাশিত: ০৫:২২, ৬ জানুয়ারি ২০১৬

এবার ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করল কুয়েত

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রভাবশালী শিয়া নেতা শেখ নিমর আল নিমরের শিরñেদের ঘটনায় সৌদি আরব ও ইরানের মধ্যে চলমান দ্বন্দ্ব আরও বেড়েছে। সৌদি আরব, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও সুদানের পর এবার ইরানে নিযুক্ত দূতকে দেশে ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছে কুয়েত। কুয়েতের রাষ্ট্রদূত ফিরিয়ে নেয়ার ঘোষণায় ওই অঞ্চলে উত্তেজনা আরও বাড়ল বলেই মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ইরান-সৌদি আরবের মধ্যে চলা উত্তেজনায় মঙ্গলবারও আন্তর্জাতিক বাজারে তেলের দাম একদফা বেড়েছে। তেলের পাশাপাশি বেড়েছে স্বর্ণের দামও। খবর বিবিসি, এএফপি ও আলজাজিরা অনলাইনের। সৌদি আরব ও ইরানের মধ্যকার উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে তুরস্ক। দেশটি মনে করছে, দুই দেশের মধ্যকার সংঘাত কেবল আঞ্চলিক হানাহানিই বাড়াবে। তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলু বলেন, আমরা চাই চলমান উত্তেজনা প্রশমনে সকল পক্ষই সংযম প্রদর্শন করুক। আর চলমান পরিস্থিতি থেকে বের হয়ে আসতে আংকারা সকল প্রকার সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ সোমবার ইরানে সৌদি দূতাবাসে হামলার তীব্র নিন্দা জানিয়েছে। নিরাপত্তা পরিষদের ১৫ সদস্যের দেয়া এক বিবৃতিতে শেখ নিমর আল নিমরের মৃত্যুদ- কার্যকরের বিষয়টি উল্লেখ না করে ইরানের প্রতি কূটনৈতিক ব্যক্তিবর্গ ও সম্পদ রক্ষার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদের সদস্যরা তেহরানে সৌদি দূতাবাস এবং মাশহাদে সৌদি কনস্যুলেটে হামলার তীব্র নিন্দা জানাচ্ছে। হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে পরিষদ কূটনৈতিক ব্যক্তিবর্গ ও সম্পদ রক্ষা এবং এর পরিপ্রেক্ষিতে তাদের আন্তর্জাতিক দায়-দায়িত্বের প্রতি শ্রদ্ধাশীল হতে ইরানকে আহ্বান জানিয়েছে। নিমর হত্যার ঘটনাকে কেন্দ্র করে রবিবার তেহরানের সৌদি দূতাবাসে জ্বালাও-পোড়াও করে বিক্ষোভকারীরা। এর জবাবে সৌদি আরব ইরানের সঙ্গে সকল প্রকার কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে। সৌদি আরবের এই সিদ্ধান্তের পর মধ্যপ্রাচ্যে দেশটির কয়েকটি মিত্রও একই সিদ্ধান্ত নেয়। কুয়েত সরকার মঙ্গলবার এক বিবৃতিতে জানায়, সৌদি দূতাবাসে যে ভাংচুর চালানো হয়েছে তা আন্তর্জাতিক প্রথার সুস্পষ্ট লঙ্ঘন। তবে কুয়েত ইরান থেকে নিজ দেশের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করলেও কুয়েতে নিযুক্ত ইরানী রাষ্ট্রদূতকে বের করে দেয়নি।
×