ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

পিইডিপি-৩ প্রকল্পে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি

প্রকাশিত: ০৪:২০, ৬ জানুয়ারি ২০১৬

পিইডিপি-৩ প্রকল্পে বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি

অর্থনৈতিক রিপোর্টার ॥ তৃতীয় প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচী (পিইডিপি-৩) বাস্তবায়নের জন্য ১০ কোটি মার্কিন ডলার অতিরিক্ত সহায়তা দিচ্ছে গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন (জিপিই) ট্রাস্ট ফান্ড। এ উপলক্ষে মঙ্গলবার একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। রাজধানীর শেরেবাংলানগরের এনইসি-২ সম্মেলন কক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব কাজী শফিকুল আযম এবং বিশ্বব্যাংকের ঢাকা অফিসের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ইফফাত শরিফ। অনুষ্ঠানে জানানো হয়, এ অনুদানের অর্থ বিশ্বব্যাংকের তত্ত্বাবধানে প্রাথমিক বিদ্যালয় গমনোপযোগী সকল ছেলেমেয়েকে শিক্ষার ক্ষেত্রে সামাজিক বৈষম্য দূরীকরণ, প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি এবং পাঁচ বছর মেয়াদী প্রাথমিক শিক্ষা সম্পন্নকরণ, শিক্ষার্থীদের সার্বিক গুণগত মানোন্নয়ন এবং প্রাথমিক শিক্ষায় সম্পদের সর্বোত্তম দক্ষতা বৃদ্ধির জন্য ব্যবহৃত হবে। কাজী শফিকুল আযম বলেন, বিশ্বব্যাংক বাংলাদেশের অন্যতম সহযোগী। প্রাথমিক শিক্ষা উন্নয়নে সরকারের গৃহীত এ কর্মসূচী বাস্তবায়নে বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) বেশ কয়েকটি উন্নয়নসহযোগী সংস্থা সহযোগিতা করছে। এর মধ্যে বিশ্বব্যাংক অতিরিক্ত অর্থায়ন হিসেবে এক শ’ মিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে। সাড়ে চার বছরে ইউয়ানের সর্বোচ্চ অবমূল্যায়ন মার্কিন ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রা ইউয়ানের মান আরেক দফা অবমূল্যায়িত করেছে চীন। ফলে সাড়ে চার বছরের মধ্যে প্রথমবারের মতো ডলারের বিপরীতে মুদ্রাটির মান ৬ দশমিক ৫ শতাংশেরও নিচে নেমেছে। অর্থনীতিতে শ্লথগতি থাকাতেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে আশঙ্কা করা হলেও পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) বলছে, মুদ্রাটিকে আরও বাজারবান্ধব করে তুলতেই এ উদ্যোগ। পিবিওসির পক্ষ থেকে বলা হয়েছে, তারা আশা করছে ডলারের বিপরীতে ইউয়ানকে আরও দুর্বল করার ফলে আন্তর্জাতিক মুদ্রাবাজারের আরও উপযোগী হয়ে উঠবে এটি। শুধু তা-ই নয়, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) মুদ্রাঝুড়ি স্পেশাল ড্রয়িং রাইটসে (এসডিআর) অন্তর্ভুক্তির জন্য দীর্ঘদিনের প্রচারণাও সফল হবে এর মাধ্যমে।- অর্থনৈতিক রিপোর্টার মহিষ পালনে ঋণ বাড়ানোর নির্দেশ কৃষিঋণ নীতিমালার আওতায় অন্যান্য গবাদি পশু চাষের পাশাপাশি মহিষ পালনে ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। চর ও হাওড় অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক বা খামারির মাঝে এ ঋণ দিতে বলা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় অর্থনীতিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গরুর পাশাপাশি মহিষ পালন একটি লাভজনক উপখাত। মহিষের দুধ প্রোটিনসমৃদ্ধ এবং মহিষ পালনের মাধ্যমে উৎপাদিত মাংস দেশে বিদ্যমান আমিষের চাহিদা পূরণে সহায়তা করতে পারে। পাশাপাশি হালচাষ এবং গ্রামীণ পরিবহনেও মহিষের যথেষ্ট গুরুত্ব রয়েছে। পরিবেশগত ও প্রথাগত কারণে বাংলাদেশের চরাঞ্চলসহ সমগ্র দেশে সহজ উপায়ে মহিষ পালনের ব্যাপক সম্ভাবনা বিরাজমান। -অর্থনৈতিক রিপোর্টার
×