ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সাধারণ বিজ্ঞান

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৫:৫৫, ৫ জানুয়ারি ২০১৬

এস এস সি পরীক্ষার প্রস্তুতি

১. ঐ২ঙ জীবাণুমুক্ত করা যায়- র. পরিস্রাবণ পদ্ধতি ব্যবহার করে রর. ক্লোরিনেশন এর মাধ্যমে ররর. স্ফুটন পদ্ধতি ব্যবহার করে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ২. আদিকালে অসভ্যতার যুগ বলা হয়, কারণ- র. তখন বস্ত্র ছিল না রর. কলকারখানা ছিল না ররর. লজ্জা নিবারণের ব্যবস্থা ছিল না নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৩. চোখের ত্রুটি কত রকমের হয়? ক) ২ খ) ৩ গ) ৪ ঘ) ৫ ৪. কখন থেকে উৎপন্ন তন্তু- র. পরিবেশ বান্ধব রর. মূলত ফাইব্রয়েন নামক এক প্রকার প্রোটিন দিয়ে তৈরি ররর. হালকা, কিন্তু অধিকতর উষ্ণ নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ৫. পাঁচটি মৌলিক চাহিদার মধ্যে অন্যতম চাহিদা কোনটি? ক) খাদ্য খ) বস্ত্র বা কাপড় গ) শিক্ষা ঘ) চিকিৎসা ৬. কাডিং এবং কম্বিং প্রক্রিয়ার মাধ্যমে কী করা হয়? ক) পাট তন্তুর গুণাগুণ বৃদ্ধি খ) রেয়ন তন্তুর বৈশিষ্ট্য নির্ধারণ গ) ব্যবহার অনুপযোগী অতি ছোট তন্তু বাদ দেয়া ঘ) লিনেন তন্তুর সুতাকে ক্ষুদ্র ও মিহিকরণ ৭. শুকনো ফল ও টিনজাত খাদ্যে কোন ভিটামিন থাকে না? ক) সি খ) এ গ) ডি ঘ) বি ৮. নিচের কোনটি মাদকাসক্তির উল্লেখযোগ্য লক্ষণ? ক) সবসময় অগোছালোভাব খ) পরিচ্ছন্ন থাকা গ) লেখাপড়ায় মনোযোগী ঘ) কর্মমুখী হওয়া ৯. পাহাড়ী রাস্তার দর্পণ ব্যবহার করা হয়- র. বিপজ্জনক বাঁকের অন্যপাশে গাড়ি দেখার জন্য রর. ড্রাইভারের গতি নিয়ন্ত্রণ করে সতর্কতার গাড়ি চালনোর জন্য ররর. সৌন্দর্য বর্ধনের জন্য নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১০. বোরহানী বা দই এর মধ্যে কোন ধরনের এসিড থাকে? ক) এসিটিক এসিড খ) সাইট্রিক এসিড গ) ল্যাকটিক এসিড ঘ) অক্সালিক এসিড ১১. রক্ত চাপ বেড়ে গেলে তাকে কী বলে? ক) হাইপো টেনশন খ) হাইপার টেনশন গ) টেনশন ঘ) অ্যানিমিয়া ১২. ও গ্রুপের রক্ত জমাট বাঁধিয়ে দেয়- র. এবি গ্রুপের রক্তকে রর. বি গ্রুপের রক্তকে ররর. এ গ্রুপের রক্তকে নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৩. লোহিত রক্ত কণিকাগুলো উৎপন্ন হয় কেথায়? ক) অস্থিমজ্জায় খ) হৃৎপিন্ডে গ) ফুসফুসে ঘ) রক্তরসে ১৪. কোন দুটি একে অপরের পরিপূরক? ক) বায়ু ও পানি খ) মাটি ও উন্নয়ন গ) মাটি ও পানি ঘ) উন্নয়ন ও পানি ১৫. লোহিত রক্ত কণিকার বৈশিষ্ট্য- র. হিমোগ্লোবিন নামজক রঞ্জক পদার্থ থাকে রর. অক্সিজেন পরিবহন করে ররর. বিভজিত হয় নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর ১৬. জিরাফের সুদীঘ গ্রীবা খুব উঁচু গাছ থেকে পাতা সংগ্রহের জন্য, এটি কার মত? ক) ডারউইন খ) ল্যামার্ক গ) থিওফ্রাস্টাস ঘ) পেট্রুসি ১৭. লেন্সের ক্ষমতা -৪উ বলতে বোঝায়- র. অবতল লেন্স রর. লেন্স থেকে ২৫পস দূরে কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে ররর. অভিসারী লেন্স নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র ও ররর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর সঠিক উত্তর : ১. (গ) ২. (খ) ৩. (গ) ৪. (ঘ) ৫. (খ) ৬. (গ) ৭. (ক) ৮. (ক) ৯. (ক) ১০. (গ) ১১. (খ) ১২. (ঘ) ১৩. (ক) ১৪. (ঘ) ১৫. (খ) ১৬. (খ) ১৭. (ক)
×