ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রবীন্দ্র আদর্শে দীক্ষিত হতে চাই ॥ লাইসা আহমদ লিসা

প্রকাশিত: ০৩:৪৪, ৫ জানুয়ারি ২০১৬

রবীন্দ্র আদর্শে দীক্ষিত হতে চাই ॥ লাইসা আহমদ লিসা

সঙ্গীতশিল্পী লাইসা আহমদ লিসা। রবীন্দ্রনাথের গানসহ সুস্থধারার সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জয় করে চলেছেন শ্রোতাদের মন। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রামা এ্যান্ড মিউজিক বিভাগের চেয়ারম্যান, ছায়ানটের সঙ্গীত শিক্ষক এবং একজন নিরলস সাংস্কৃতিক কর্মীও। এছাড়া জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের তিনি সাধারণ সম্পাদক। বেঙ্গল শিল্পালয়ের নিয়মিত আয়োজন ‘প্রাণের খেলা’ অনুষ্ঠানে আগামীকাল সন্ধ্যা ৬ টায় রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন তিনি। আগামীকালের পরিবেশনা ও সঙ্গীত সম্পর্কে কথা হয় তার সঙ্গে। রবীন্দ্রনাথের কোন ধরনের গান থাকছে আপনার পরিবেশনায় লাইসা আহমদ লিসা : অনেক দিন পর ‘প্রাণের খেলা’ অনুষ্ঠানে গান করছি। এ অনুষ্ঠানের শ্রোতা সম্পর্কেও আমার কিছুটা ধারণা আছে। রবীন্দ্রনাথের সব পর্যায়ের গান করার চেষ্টা করব। এছাড়া শ্রোতাদের অনুরোধের গানও কিছু করতে হবে। অনুষ্ঠানে এসরাজে রাগ সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অশোক কুমার সরকার। আমাদের দেশে রবীন্দ্রসঙ্গীত চর্চা সম্পর্কে কিছু বলুন লাইসা আহমদ লিসা : যথেষ্ট বেড়েছে। তাছাড়া রবীন্দ্রসঙ্গীত চর্চার ক্ষেত্রও রয়েছে এখানে। রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ, ছায়ানট, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থাসহ বেশকিছু প্রতিষ্ঠান আছে, যারা নিয়মিত রবীন্দ্রসঙ্গীত প্রশিক্ষণ, প্রতিযোগিতা ও উৎসব করছে। আমরা দেশের স্কুলে স্কুলে শুদ্ধভাবে গান শেখানোর চেষ্টা করছি। বলা যায়, সঙ্গীতের ক্ষেত্রে একটা ভিত তৈরি হচ্ছে। নতুন প্রজন্মের মধ্যে রাবীন্দ্রিক চেতনার প্রভার কেমন মনে হয়? লাইসা আহমদ লিসা : আমি সবসময় আশাবাদী। তবে নতুনদের থেকে আমরা যারা একটু অবসর সময়ে আছি, তাঁরা ঠিক থাকলে নতুনরাও ঠিক থাকবে। কাজেই দায়িত্বটা কিন্তু আমাদের সকলের। বাঙালীর মূল চেতনায় নতুন প্রজন্মকে ধরে রাখতে আমাদের দায়বদ্ধতা অনেক। মুক্তিযুদ্ধের চেতনা যদি তাদের মধ্যে আমরা সঠিকভাবে তুলে ধরতে পারি নিশ্চয়ই তাদের মধ্যে দেশাত্মবোধ জন্মাবে। আমি মনে করি বীজ বপন করতে হলে মাটিকে যেমন চাষ দিতে হয়, সেই চাষটা আমরা তেমন করে দিতে পারছি না। বর্তমান প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ কতটা প্রাসঙ্গিক লাইসা আহমদ লিসা : রবীন্দ্রনাথ সব সময়ই সমসাময়িক। আমরা বাঙালীচর্চা ও বাঙালী হওয়ার সাধনায় আছি। সেই অর্থে আমাদের আদর্শ পুরুষ হচ্ছে রবীন্দ্রনাথ। তাঁর সৃষ্টিকর্ম থেকে আমরা সবসময় দিকনির্দেশনা পাই। মুক্তিযুদ্ধের সময় আমাদের প্রেরণা ছিলেন রবীন্দ্রনাথ। আমরা রবীন্দ্র আদর্শে দীক্ষিত হতে চাই। রবীন্দ্রসঙ্গীত নিয়ে পরবর্তী ভাবনা কি? লাইসা আহমদ লিসা : কলকাতার ভাবনা রেকর্ড থেকে রবীন্দ্রসঙ্গীতের একটি রেকর্ড বের হওয়ার কথা রয়েছে। -গৌতম পাণ্ডে
×