ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চুয়াডাঙ্গায় কবি রেজাউদ্দিন স্টালিনের সংবর্ধনা

প্রকাশিত: ০৪:২৫, ২ জানুয়ারি ২০১৬

চুয়াডাঙ্গায় কবি রেজাউদ্দিন স্টালিনের সংবর্ধনা

সংস্কৃতি ডেস্ক ॥ সম্প্রতি চুয়াডাঙ্গা জেলা লেখক সংঘের সার্বিক ব্যবস্থাপনায় জেলার ৮টি সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে অগ্রসর আধুনিক কবি রেজাউদ্দিন স্টালিনকে সংবর্ধনা জানানো হয়। চুয়াডাঙ্গা প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপিতিত্ব করেন জেলা লেখক সঙ্গের সভাপতি ডা: শাহিনুর হায়দার। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। প্রধান আলোচক ছিলেন নজরুল গবেষক ও অগ্নিবীণা কেন্দ্রীয় কমিটির সভাপতি এইচ এম সিরাজ। বিশেষ অতিথি ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মোর্তূজা, বেগমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহম্মদ আলী, দামুড়হুদা সাহিত্য পরিষদের সভাপতি ইসমাইল হোসেন, আলমডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি ওমর আলী মাষ্টার প্রমুখ। সংবর্ধনা রেজাউদ্দিন স্টালিন বলেন, প্রকৃত লেখকরা কখনো মানুষের, সমাজের, রাষ্ট্রের ক্ষতি করতে পারে না। তারা জাতিকে স্বপ্ন দেখায়। সংবর্ধনা অনুষ্ঠানে প্রায় ৪০জন কবি স্বরচিত ও নিবেদিত কবিতা পাঠ করেন।
×