ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পরিবেশ বিপর্যয়সহ মিয়ানমারের সঙ্গে সম্পর্কের অবনতির আশঙ্কা

টেকনাফ জিরো পয়েন্টে অবৈধ বাঁধ নির্মাণ

প্রকাশিত: ০৪:১৪, ১ জানুয়ারি ২০১৬

টেকনাফ জিরো পয়েন্টে অবৈধ বাঁধ নির্মাণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফ সীমান্তের জিরো পয়েন্টে নাফ নদীর বিস্তীর্ণ চরে সৃজিত উপকূলীয় কেওড়া বন উজাড় করে চর দখলে নেমেছে ভূমিদস্যু প্রভাবশালী ব্যক্তিরা। নদীর চরে মাটি কেটে নির্মাণ করছে দীর্ঘ বাঁধ। এতে সৃজিত বন সাবাড়ের ফলে পরিবেশের মারাত্মক বিপর্যয়ের পাশাপাশি মিয়ানমারের সঙ্গে সম্পর্কের অবনতিসহ উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। নদীর চর জবরদখলকারী চক্র শত শত কেওড়া গাছ নিধনের মাধ্যমে রক্ষ্যংখালের মুখসংলগ্ন বিশাল চরজুড়ে বাঁধ নির্মাণ করে জবরদখলে নিচ্ছে সীমান্তের জিরো পয়েন্টের জমি। স্থানীয় লম্বাবিল এলাকার প্রভাবশালী দখলদার চক্র গত কয়েকদিন ধরে উপকূলীয় প্রতিরক্ষা নয়নাভিরাম বনায়নের মূল্যবান গাছ সাবাড় ও বাঁধ নির্মাণ করতে শুরু করলে বিজিবির একাধিকবার বাধা সত্ত্বেও সীমান্তে তাদের অবৈধ কর্মকা- অব্যাহত রেখেছে। টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আবুজার আল জাহিদ বলেন, নাফ নদীর কোস্টাল এরিয়ায় নদীর পাড়জুড়ে বাঁধ নির্মাণের বিষয়টি উপকূলীয় বন বিভাগকে অবগত করা হয়েছে। উপকূলীয় বন বিভাগের টেকনাফ রেঞ্জ অফিসার মুজিবুর রহমান বলেন, খবর পেয়ে জবরদখলকারীদের কাজ বন্ধ করে দেয়ার পরও কৌশলে তাদের অবৈধ কর্মকা- চালিয়ে যাওয়ায় সীমান্তে নিয়োজিত বিজিবির সহায়তায় বনকর্মীদের নিয়মিত পাহারার ব্যবস্থা এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। সরেজমিন দেখা গেছে, জবরদখলকারী চক্র বন নিধন করে নাফ নদীর বিস্তীর্ণ চরে বাঁধ নির্মাণ স্থানে বর্তমানে হাজার হাজার বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে, যা বাঁধের প্রতিরক্ষা হিসেবে কাজ করছে। নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটায় পর্যটকদের উপচেপড়া ভিড় নিজস্ব সংবাদদাতা, কলাপাড়া, ৩১ ডিসেম্বর ॥ থার্টিফার্স্ট নাইটে কুয়াকাটা সমুদ্রসৈকত পর্যটক-দর্শনার্থীর পদভারে মুখরিত হয়ে আছে। ইতোমধ্যে ভিড় করেছে শত শত নর-নারী। থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে কুয়াকাটায় বিশেষ কোন আয়োজন নেই। তবে ৩০ ডিসেম্বর এ পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ কারণে বৃহস্পতিবার রাতে অনুষ্ঠিত হচ্ছে বিশেষ কনসার্ট মেয়র নাইট। পুরনো বছরকে বিদায় জানাতে আগত পর্যটক-দর্শনার্থী ছাড়াও স্থানীয়দের জন্য অনুষ্ঠিত হচ্ছে এ বিশেষ কনসার্ট। কুয়াকাটা প্রেসক্লাব এর আয়োজন করেছে। নবনির্বাচিত মেয়র আব্দুল বারেক মোল্লা থাকছেন এ কনসার্টের কেন্দ্রবিন্দু। বছরের শেষ সূর্যাস্তকে বিদায় নতুন বছর ২০১৬ সালের সূর্যোদয়কে স্বাগত জানাতে উন্মুখ হয়ে আছে আগতরা। কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের এএসপি ফসিউর রহমান এবং কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, থার্টিফার্স্ট নাইটকে ঘিরে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।
×