ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

প্রতিবাদ

প্রকাশিত: ০৫:৫৯, ১৫ নভেম্বর ২০১৫

প্রতিবাদ

৭ নবেম্বর দৈনিক জনকণ্ঠের ১৫ পাতায় ‘একাত্তরে বিতর্কিত বাশার এবার বাড়ি দখলের চেষ্টায়’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া গ্রামের আবুল বাশার হালদার। প্রতিবাদলিপিতে তিনি বলেন, বাড়িটি আরএস পর্চায় পিতার নামে এবং পিতার মৃত্যুতে তারা তিন ভাই ও ছয় বোনের মালিকানা দাবি জানিয়ে উল্লেখ করেন বোন জহুরা শিকদার এককভাবে উপজেলা ভূমি অফিস থেকে বাড়িটি লিজ নিয়েছে। তাই তিনি টঙ্গীবাড়ি সিনিয়র জজ আদালতে ৯৬/১৫ দেওয়ানি মামলা রুজু করেছেন। প্রতিবেদকের বক্তব্য ॥ ব্যক্তি মালিকানায় রেকর্ড বাড়ি কী লিজ নেয়া সম্ভব? আদালতের মামলায় যেহেতু কোন আদেশ আসেনি, তাই প্রতিবাদের বক্তব্য অনুসারেই লিজ সূত্রে বাড়িটির বৈধতা তার বোনের। কিন্তু আইনকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে বোনের বাড়ি দখলের অপচেষ্টা কি সঠিক পন্থা? প্রতিবাদে সে বিষয়টিও এড়িয়ে গেছেন। এছাড়া মহান মুক্তিযুদ্ধে তার বিতর্কিত ভূমিকা এবং পরবর্তীতে বঙ্গবন্ধুর ছবির মুখে সিগারেট ঠেসে ধরে পোড়ানো, আওয়ামী লীগের অফিস ভাংচুর করে জেল খাটাসহ তার আমেরিকা প্রবাসী বোনের নানা অভিযোগ প্রতিবেদনে প্রকাশ হলেও প্রতিবাদে তা এড়িয়ে গেছেন। আমেরিকা প্রবাসী বোন জহুরা শিকদার মঞ্জুর সুনির্দিষ্ট অভিযোগ এবং অভিযুক্ত আবুল বাশারের বক্তব্যসহ রিপোর্টটি প্রকাশ করা হয়। এই সত্যকে আড়াল করতেই প্রতিবাদে শাক দিয়ে মাছ ঢাকার অপচেষ্টা করেছেন।
×