ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতে ‘নাট্য আশীষ’ সম্মাননা পেলেন মোহাম্মদ বারী

প্রকাশিত: ০৪:৪৪, ১০ নভেম্বর ২০১৫

ভারতে ‘নাট্য আশীষ’ সম্মাননা পেলেন মোহাম্মদ বারী

সংস্কৃতি ডেস্ক ॥ বাংলাদেশের মঞ্চ নাটক আন্তর্জাতিকমানের। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের নাটক মঞ্চায়নের পর সে রকমই প্রশংসা পায় দেশের নাটকগুলো। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারতে বছরজুড়েই বিভিন্ন উৎসবে আমন্ত্রিত হয়ে নাটক মঞ্চায়ন করতে যায় বাংলাদেশের নাট্যদলগুলো। বাংলাদেশের তেমনি একটি নাট্যদল থিয়েটার আর্ট ইউনিট। বাংলাদেশের কিংবদন্তি নাট্যকার, নাট্য নির্দেশক এসএম সোলায়মানের হাতে গড়া নাট্য সংগঠন থিয়েটার আর্ট ইউনিট। ঢাকার মঞ্চে অন্যতম জনপ্রিয় এই নাট্য সংগঠনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী। সংগঠন সামলানোর পাশাপাশি ঢাকার মঞ্চে দীর্ঘদিন ধরে অভিনয় করছেন মোহাম্মদ বারী। টিভি নাটক ও বিজ্ঞাপনেও তাকে মাঝে মাঝে দেখা যায়। অভিনয় ছাড়া মঞ্চে নির্দেশনাও দেন তিনি। তার নির্দেশিত ‘সময়ের প্রয়োজনে’ নামে মুক্তিযুদ্ধভিত্তিক মঞ্চ নাটকটি অনেক জনপ্রিয় হয়। এ নাটকে তিনি নিজেও অভিনয় করেছেন। দলের অন্যতম প্রযোজনা ‘কোর্ট মার্শাল’ নাটকে অভিনয়ের জন্য প্রশংসিত মোহাম্মদ বারী। অভিনয় ক্যারিয়ারে সম্প্রতি যুক্ত হয়েছে নতুন একটি সাফল্য। দেশের জনপ্রিয় এ নাট্যকর্মী ও নির্দেশক সম্প্রতি ‘নাট্য আশীষ’ সম্মাননায় ভূষিত হয়েছেন। মোহাম্মদ বারীকে এ সম্মাননা দিয়েছে ভারতের উড়িষ্যার রাউরকেলা আশীষ ফাউন্ডেশন। উড়িষ্যা রাজ্যের সংস্কৃতি বিভাগের সহায়তায় সংগঠনটি প্রতি বছর একজন নাট্যব্যক্তিত্বকে এটি দিয়ে আসছে। বারী এ সম্মাননা পেয়েছেন বাংলাদেশ ও ভারতের নাট্যউন্নয়ন ও সেতুবন্ধনে অবদান রাখার জন্য। গত ২৯ অক্টোবর তার হাতে এ পদক তুলে দেয়া হয় রাউরকেলা সিভিক সেন্টারে আয়োজিত নাট্যোৎসবের মঞ্চে। পাঁচ দিনব্যাপী এই নাট্যোৎসবটি শুরু হয় ২৬ অক্টোবর। এতে ২৯ অক্টোবর সন্ধায় মঞ্চস্থ হয় থিয়েটার আর্ট ইউনিটের সাড়া জাগানো নাটক ‘কোর্ট মার্শাল’। এসএম সোলায়মান রূপান্তরিত ও নির্দেশিত এ নাটকে অভিনয় করেছেন মোহাম্মদ বারী, সেলিম মাহবুব, আশরাফ কবীর, প্রশান্ত হালদার, চন্দন রেজা, মিল্লাত, স্বাধীন শাহ, ফউজিয়া করিম অনু, সাথী রঞ্জন দে, বিপ্লব, অলক ও মোকাদ্দম মোরশেদ প্রমুখ। মোহাম্মদ বারী তার এই সম্মননাকে থিয়েটার আর্ট ইউনিটের কর্মীসহ দেশের সব নাট্য ও সংস্কৃতি কর্মীদের উৎসর্গ করেছেন।
×