ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভৈরবে প্রধান শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ

প্রকাশিত: ০৫:৫২, ২১ সেপ্টেম্বর ২০১৫

ভৈরবে প্রধান শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ২০ সেপ্টেম্বর ॥ অবিলম্বে কমিটি বাতিল ও সভাপতির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে শিক্ষক সমাজ। রবিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের দুর্জয় মোড়ে অনুষ্ঠিত এ আন্দোলন কর্মসূচীতে তিন শতাধিক শিক্ষক-শিক্ষিকা যোগ দেয়। উপজেলার যোগেন্দ্র চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি আঃ সাদেক মিয়ার হাতে প্রধান শিক্ষক আঃ মোতালেব শারীরিকভাবে লাঞ্ছিতের ঘটনায় এ আন্দোলন কর্মসূচী পালন করছে শিক্ষকরা। ভৈরব শিক্ষক সমিতির আয়োজনে বিক্ষোভ কর্মসূচীতে বক্তব্য দেন সংগঠনের সভাপতি ও হাজী ইউসুফ আলী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক পিয়ার হোসেন, সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ বকসি, শিক্ষক নেতা অহিদুর রহমান, আজহারুল ইসলাম, এম এ মহিত, নরুল ইসলাম ও লিয়াকত আলী প্রমুখ।
×