ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডাচ্-বাংলা চেম্বার নেদারল্যা-সে একক পণ্য মেলা করবে

প্রকাশিত: ০৬:১৩, ৩০ আগস্ট ২০১৫

ডাচ্-বাংলা চেম্বার নেদারল্যা-সে একক পণ্য মেলা করবে

অর্থনৈতিক রিপোর্টার ॥ রফতানি সম্প্রসারণ ও দেশে বিনিয়োগ বাড়াতে ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) ২০১৬ সালে নেদারল্যান্ডসে একক বাংলাদেশী পণ্য মেলার আয়োজন করবে। এ জন্য বাংলাদেশী ব্যবসায়ীদের ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বেনেলাক্সভুক্ত তিন দেশ নেদারল্যান্ডস, বেলজিয়াম ও লুক্সেমবার্গ সফর করবে। এফবিসিসিআই ভবনে শনিবার এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান ডিবিসিসিআইয়ের সভাপতি হাসান খালেদ। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ডিবিসিসিআইয়ের সহ-সভাপতি আনোয়ার শওকত আফসার, পরিচালক আতিকুল হক, শাহারিয়ার তোহা, মনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ৬ সেপ্টেম্বর প্রতিনিধি দল ঢাকা ত্যাগ করবে। সফরকালে তারা বেনেলাক্সভুক্ত তিন দেশের ব্যবসায়ীদের সঙ্গে বাংলাদেশী পণ্যের রফতানি সম্প্রসারণ ও বিনিয়োগ সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। ১১ সেপ্টেম্বর তারা দেশে ফিরবেন।
×