ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রকাশিত: ০৭:০৮, ৮ আগস্ট ২০১৫

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

(পূর্ব প্রকাশের পর) ২৫. বাংলাদেশ কোন ধরনের দেশ? ক) নদীমাতৃক দেশ খ) মরুভূমির দেশ গ) বনভূমির দেশ ঘ) জলাভূমির দেশ ২৬. আওয়ামী লীগের সকল কর্মসূচিতে জনগণের স্বত:ঃস্ফূর্ত অংশগ্রহণের কারণ হলো- র. নিজেদের অধিকার আদায় করা রর. স্বাধীনতা অর্জন ররর. আওয়ামী লীগকে খুশি করা নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ২৭. মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে গঠিত সামরিক জোটের নাম কী? ক) ওয়ারশ খ) ন্যাটো গ) সিয়াটো ঘ) নোরাদ ২৮. বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী দেশের যা বন্ধ হয়ে যায়- র. স্কুল-কলেজ রর. অফিস-আদালত ররর. কলকারখানা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ২৯. স্থানীয় সমাজের উপাদান কোনটি? ক) ইউনিয়ন পরিষদ খ) সিটি কর্পোরেশন গ) সাহিত্য সমিতি ঘ) জাতীয় সংসদ ৩০. সুমির বড় বোন লন্ডনে থাকে। সে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ৫০০ টাকা দিয়ে তার বোনের কাছে কিছু জিনিস পাঠাল। তার এ টাকা দেশের কোন কাতে যুক্ত হবে? ক) শিল্প খ) বাণিজ্য গ) সেবা ঘ) পরিবহণ ও যোগাযোগ ৩১. শিল্পকলার অন্তর্ভুক্ত হলো- র. তৈজসপত্র রর. চিন্তাশক্তি ররর. সৃজনশীল প্রতিভা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর ও ররর গ) রর ঘ) ররর ৩২. কোন কাজের ওপর ভিত্তি করেই সমাজ ব্যবস্থা গড়ে ওঠে? ক) রাজনৈতিক খ) অর্থনৈতিক গ) সামাজিক ঘ) নৈতিক ৩৩. যারা শারীরিক শ্রম দিয়ে রাষ্ট্র ও সমাজের জন্য সম্পদ তৈরিতে সহায়তা করে তাদের পরিচয় কোনটি? ক) পেশাজীবী খ) শ্রমিক গ) চিকিৎসক ঘ) প্রকৌশলী ৩৪. হলিক্রস চার্চ কত শতকে নির্মিত? ক) সপ্তদশ শতকে খ) উনিশ শতকে গ) বিংশ শতকে ঘ) একবিংশ শতকে ৩৫. শাসন বিভাগের প্রধান কে? ক) রাষ্ট্রপতি খ) প্রধান বিচারপতি গ) প্রধানমন্ত্রী ঘ) স্বরাষ্ট্রমন্ত্রী ৩৬. আমাদের জাতীয় সংসদটি কোথায় অবস্থিত? ক) মিরপুরে খ) ফার্মগেইটে গ) আগারগাঁয়ে ঘ) শ্যামলীতে ৩৭. কোন ধরনের চলচ্চিত্র ব্যক্তির সামাজিকীকরণে নেতিবাচক প্রভাব ফেলে? ক) আর্ট ফিল্ম খ) সুস্থ চলচ্চিত্র গ) পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র ঘ) কুরুচিপূর্ণ চলচ্চিত্র ৩৮. বর্তমান বিশ্বে ব্যাপক হারে কী গড়ে উঠছে? ক) বন্দর খ) নগর গ) শিল্প ঘ) কারখানা ৩৯. ফখরুদ্দিন মোবারক শাহ স্বাধীন সুলতনি শাসন প্রতিষ্ঠা করেন কোথায়? ক) দক্ষিণ ভারতে খ) তুরস্কে গ) বাংলায় ঘ) উড়িষ্যায় ৪০. বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সংক্ষেপে কী নামে প্রকাশ করা হয়? ক) ঋঅঙ খ) ডঐঙ গ) টঘঈঊঋ ঘ) টঘঋচঅ ৪১. কোথায় নিত্যনতুন ধরনের কিশোর অপরাধ ঘটে চলেছে- ক) গ্রাম এলাকা খ) হাওড় এলাকায় গ) বন্দর এলাকায় ঘ) নির্জন এলাকায় ৪২. ফাও এর প্রধান লক্ষ্য হলো- র. পুষ্টির মান বৃদ্ধি রর. জীবনযাত্রার মান বৃদ্ধি ররর. কৃষি উৎপাদন বৃদ্ধি নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৩. মুজিবনগর সরকার ১১টি প্রশাসনিক অঞ্চলকে বিভক্ত করে দায়িত্ব দেয়- র. সংসদ সদস্যদেও রর. আওয়ামী লীগ নেতাদের ররর. মুসলিম লীগের নেতাদের নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর ৪৪. গির্জার অপর নাম কী? ক) প্যাগোডা খ) টম্ব গ) চার্চ ঘ) প্রেয়ার হল ৪৫. আমাদের জাতীয় জাদুঘর কোথায় অবস্থিত? ক) ঢাকায় খ) চট্টগ্রামে গ) রাজশাহীতে ঘ) কুমিল্লায় ৪৬. অষ্টম শ্রেণির ছাত্র লিটন এলাকার বখাটে বন্ধুদের সাথে মিশে মাদকাসক্ত হয়ে পড়ে। লিটনের সমস্যা কোন ধরনের? ক) পারিবারিক খ) সামাজিক গ) রাজনৈতিক ঘ) অর্থনৈতিক ৪৭. মাদকাসক্তি প্রতিরোধে যেসব ব্যবস্থা গ্রহণ করা যায় তা হচ্ছে- র. ধর্মীয় শিক্ষায় গুরুত্ব দেওয়া রর. নৈতিক মূল্যবোধ শেখানো ররর. মাদকজাতীয় দ্রব্যের উৎপাদন নিষিদ্ধ করা নিচের কোনটি সঠিক? ক) র খ) রর গ) ররর ঘ) র, রর ও ররর ৪৮. সুলতানরা কেউই ছিলেন না- র. বাঙালি রর. হিন্দু ররর. অবাঙালি নিচের কোনটি সঠিক? ক) র ও রর খ) র গ) রর ঘ) ররর উদ্দীপকটি পড় এবং নিচের দুইটি প্রশ্নের উত্তর দাও : আবির ও তৌফিক জনসংখ্যা নিয়ে কথা বলছিল। আবির বলল, বর্তমান বিশ্বে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং তথ্যপ্রযুক্তি খাতে লাখ লাখ কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এসব খাতে ভারত, ব্রাজিল ও পাকিস্তানের মতো দেশগুলো এ সুযোগ কাজে লাগিয়ে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করছে।
×