ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

একনেকে তিন উন্নয়ন প্রকল্প অনুমোদন

প্রকাশিত: ০৮:৫৫, ৮ এপ্রিল ২০১৫

একনেকে তিন  উন্নয়ন   প্রকল্প  অনুমোদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ তিনটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৬৩৬ কোটি ৯৬ লাখ টাকা । এর মধ্যে সরকারী তহবিল থেকে ৬২২ কোটি ৫১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয় করা হবে। মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপার্সন শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। অনুমোদিত প্রকল্পগুলো হচ্ছে, বিমানবন্দর বাইপাস ইন্টারসেকশন-লালবাগ, সালুটিকর-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ সড়ককে জাতীয় মহাসড়কে উন্নীতকরণ প্রকল্প; এটি বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৪১ কোটি ৫৪ লাখ টাকা। ঢাকা-বরিশাল অভ্যন্তরীণ নৌরুটে পরিচালনার জন্য ২টি নতুন যাত্রীবাহী জাহাজ সংগ্রহ প্রকল্প; এর ব্যয় ৭২ কোটি ২৪ লাখ টাকা। উপজেলা পর্যায়ে স্টেডিয়ামের প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প; এর ব্যয় ১২৩ কোটি ১৮ লাখ টাকা।
×