ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রাজধানীতে ৭ ডাকাত গ্রেফতার

প্রকাশিত: ০৭:৪৫, ২৬ মার্চ ২০১৫

রাজধানীতে ৭ ডাকাত গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥ টানা দুই দিনের অভিযানে অস্ত্র গোলাবারুদসহ সাত ডাকাতকে গ্রেফতার করেছে পল্টন মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃতরা ডাকাতির দায় স্বীকার করে ঢাকার সিএমএম আদালতে ১৬৪ ধারায় জবানবন্দীও দিয়েছে। গত ২২ মার্চ পল্টন মডেল থানায় একটি ডাকাতি মামলা দায়ের হয়। ডাকাতদের গ্রেফতারে পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদ আলমের নেতৃত্বে অভিযান চলতে থাকে। অভিযানে ঘটনার পরদিন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে রুবেল গ্রেফতার হয়। রুবেলের দেয়া তথ্য মতে একই এলাকা থেকে গ্রেফতার করা হয় গোলাম রাব্বী, আব্বাস আলী, রিংকু ও মামুনুর রশিদ ওরফে মামুনকে। বুধবার ভোরে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জের খেজুরবাগ এলাকা থেকে সুমন ও হৃদয় নামে আরও দুইজন গ্রেফতার হয়। তাদের কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড তাজা বুলেট, একটি সক্রিয় ককটেল, লুণ্ঠিত ৮ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন উদ্ধার হয়।
×