ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

প্রবাসীদের ডাটাবেজ

প্রকাশিত: ০৬:৩৭, ২৪ মার্চ ২০১৫

প্রবাসীদের ডাটাবেজ

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ জেলায় প্রবাসীদের ডাটাবেজ উদ্বোধন হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ৩৫ হাজার ২০ জন প্রবাসীর যাবতীয় তথ্য এতে স্থান পেয়েছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮ হাজার ৩শ’ ৯৩, টঙ্গীবাড়িতে ২ হাজার ৮৯১, গজারিয়া ৭ হাজার ১০৮, শ্রীনগরে ৪ হাজার ৯৯৬ ও সিরাজদিখানে ১ হাজার ৬৩২ জন বিভিন্ন দেশে কর্মরত রয়েছেন। http:/ww/w.munshiganj.gov.bd/node /১৫৯৬৩৭৮ লিঙ্কে ক্লিক করে প্রবাসীদের সর্বশেষ তথ্য পাওয়া যাবে। মতবিনিময় নিজস্ব সংবাদদাতা, কিশোরগঞ্জ, ২৩ মার্চ ॥ শিক্ষা, স্বাস্থ্য ও স্থানীয় সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতায় সেবার মান উন্নয়ন বিষয়ক কিশোরগঞ্জে ‘দুর্নীতি প্রতিরোধে মিডিয়ার ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে সনাক কার্যালয়ে আয়োজিত সভায় দুর্নীতি হ্রাস ও সুশাসন প্রতিষ্ঠায় সামাজিক সচেতনতা সৃষ্টিতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। এতে বক্তৃতা করেন মুক্তিযোদ্ধা আব্দুল গণি, উষা রানী দেবী, সাংবাদিক সুবীর বসাক প্রমুখ। ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ বাগেরহাটের কচুয়া শহীদ শেখ আবু নাসের মহিলা ডিগ্রী বিশ্ববিদ্যালয় কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও বিদায় সংবর্ধনা সোমবার অনুষ্ঠিত হয়েছে। অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা এমপি, প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষিকা মিসেস বেবী মোর্শেদা খানম প্রমুখ। নেটওয়ার্ক কর্মশালা স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক শিখন কর্মসূচীর আওতায় জেলা নেটওয়ার্ক কর্মশালা সোমবার কুড়িগ্রাম সদর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন আয়োজিত দিনব্যাপী কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এ বি এম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসেন, প্রিপট্রাস্ট-এর পরিচালক বেগম শিরিন বানু, উপ-পরিচালক শেফালী বেগম, সদর উপজেলা চেয়ারম্যান পনির উদ্দিন।
×