ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এফবিসিসিআইয়ের নির্বাচনী বোর্ড গঠন

প্রকাশিত: ০৪:১৫, ২০ ফেব্রুয়ারি ২০১৫

এফবিসিসিআইয়ের  নির্বাচনী বোর্ড গঠন

অর্থনৈতিক রিপোর্টার ॥ বিশিষ্ট ব্যবসায়ী ও সংসদ সদস্য অধ্যাপক আলী আশরাফকে চেয়ারম্যান করে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) নির্বাচন বোর্ড গঠন করা হয়েছে। এ ছাড়া এ্যাডভোকেট আমিন উদ্দিনকে নির্বাচন আপিল বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে। নির্বাচন বোর্ড ৩১ মের মধ্যে এফবিসিসিআইয়ের নির্বাচন (২০১৫-১৭) সম্পন্ন করে নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করবে। এফবিসিসিআইয়ের বোর্ড সভায় বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নেওয়া হয়। বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। উল্লেখ্য, বাণিজ্য সংগঠন বিধিমালা- ১৯৯৪ এর ১৪ (১) ধারা অনুযায়ী নির্বাচনের ৯০ দিন আগে নির্বাচন বোর্ড ও নির্বাচন আপিল বোর্ড গঠন করতে হয়। গঠিত নির্বাচন বোর্ড বাণিজ্য সংগঠন বিধিমালা-১৯৯৪ এর ১৫ ধারা অনুযায়ী নির্বাচনের ৮০ দিন আগে তফসিল ঘোষণা করবে। সে অনুযায়ী নির্বাচন বোর্ড ২৮ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের তফসিল ঘোষণা করবে। নির্বাচনের সম্ভাব্য তারিখ হবে ২১ মে অথবা ২৩ মে।
×