ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:১২, ১১ নভেম্বর ২০১৪

নারায়ণগঞ্জে হত্যা মামলায় স্বামীর মৃত্যুদণ্ড

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শহরের নলুয়াপাড়া এলাকায় চাঞ্চল্যকর ‘গৃহবধূ জান্নাতুল ফেরদৌস জেনি হত্যা মামলায় স্বামী বদিউজ্জামান বাদশাকে মৃত্যুদ- দিয়েছে আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা করে ওই টাকা নিহতের পরিবারকে দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইবুন্যালের বিচারক লুৎফা বেগম এই রায় ঘোষণা করেন। পলাতক রয়েছে দ-িত বদিউজ্জামান বাদশা। ২০১০ সালের ২৫ জানুয়ারি নলুয়াপাড়ায় স্বামী বাদশার বাড়িতে খুন হয় গৃহবধূ জান্নাতুল ফেরদৌস জেনি। নিহত জেনির বাবা জয়নাল আবেদিন ঘটনার দিনই স্বামী বাদশার বিরুদ্ধে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্তের পর বাদশার বিরুদ্ধে চার্জশীট দেয়। সাক্ষ্য-প্রমাণের পর আদালত স্বামী বদিউজ্জামান বাদশাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।
×